ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অভিযুক্ত গ্রেফতার

বংশালে মাদ্রাসা ছাত্রকে বালিশচাপা দিয়ে জবাই করে হত্যা

প্রকাশিত: ০৫:৩৬, ১৯ জুলাই ২০১৭

বংশালে মাদ্রাসা ছাত্রকে বালিশচাপা দিয়ে জবাই করে হত্যা

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার বংশালে এক মাদ্রাসার ছাত্রকে বালিশ চাপা দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের সহপাঠী তারেক আজিজকে (১৪) গ্রেফতার করা হয়েছে। এদিকে উত্তরায় কাঁচাবাজারের সংলগ্ন রাস্তা থেকে প্লাস্টিক ব্যাগের ভেতরে ফুটফুটে এক নবজাতকের লাশ উদ্ধার হয়েছে। অন্যদিকে চকবাজারে ইলেকট্রনিক্স শোরুমে কমপ্রেসার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শামীম (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পুরান ঢাকার বংশালে সহপাঠীর হাতে জুনায়েত আল হাবিব (১৪) নামের মাদ্রাসা ছাত্র খুন হয়েছে। সে সিদ্দিক বাজারে একটি মাদ্রাসার ছাত্র। এই ঘটনায় নিহতের সহপাঠী কিশোর তারেক আজিজকে (১৪) গ্রেফতার করা হয়েছে। বংশাল থানার ওসি মোঃ সাইদুর রহমান জানান, সোমবার গভীর রাতে সিদ্দিক বাজারের মাদ্রাসার পাঁচতলায় হাবিবকে প্রথমে ঘুমন্ত অবস্থায় বালিশ চাপা দেয় তার সহপাঠী তারেক আজিজ। পরে হাবিবের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পাঁচতলার জানালা দিয়ে নিচে ফেলে দেয়। ওসি জানান, এ ঘটনায় তারেক আজিজকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃত তারেককে জিজ্ঞাসাবাদে এসব চাঞ্চল্যকর তথ্য জানা যায়। তারেকের দাবি করে, হাবিব তাকে নানাভাবে জ্বালাতন করত। ভাতের মধ্যে লবণ দিয়ে দিত। খাবার পানির মধ্যে ময়লা মিশিয়ে দিত। ধারণা করা হচ্ছে, এ রকম ঘটনায় ক্ষোভের বশবর্তী হয়ে তারেক হাবিবকে হত্যা করে থাকতে পারে। তদন্ত করে দেখা হচ্ছে জানান ওসি। ওসি জানান, সোমবার মধ্যরাতে পুলিশ সিদ্দিক বাজারের মাদ্রাসার নিচ থেকে হাবিবের রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে হাবিবের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত হাবিবের বাবার নাম তোফাজ্জল হোসেন। গ্রামের বাড়ি সুনামগঞ্জে। প্লাস্টিকের ব্যাগে নবজাতকের লাশ রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর কাঁচাবাজার সংলগ্ন রাস্তা থেকে প্লাস্টিকের ব্যাগের ভেতরে এক নবজাতকের লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে উত্তরা পশ্চিম থানা পুলিশ ওই নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ ফরিদ আহমেদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কে বা কারা কোন কুমারি মাতাকে গর্ভপাত ঘটিয়ে নবজাতকে হত্যা করে তার লাশ প্লাস্টিক ব্যাগে ভরে এখানে ফেলে গেছে। চকবাজারে ইলেক্ট্রিক দোকানে দগ্ধ আরেকজনের মৃত্যু রাজধানীর লালবাগ চৌরাস্তায় ইলেকট্রনিক্স শোরুমে কমপ্রেসার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শামীম (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি ওই শোরুমের কর্মচারী ছিলেন। ১৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে মঙ্গলবার সকাল ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। মৃত শামীম তাবা ইলেট্রনিক্স নামের ওই দোকানের কর্মচারী ছিলেন। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডাঃ পার্থ শংকর পাল জানান, শামীমের শ্বাসনালিসহ শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় এর আগে মাসুম (৩৭), আবুল কাশেম (৬৫) ও জাকির হোসেনের (২৪) মৃত্যু হয়েছে। এ ঘটনার ওই শোরুমের মালিক মামুন অর রশিদ (৪০) বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। সড়ক দুর্ঘটনায় তিনজন আহত রাজধানীর মহাখালী ফ্লাইওভার ব্রিজের ওপরে গাড়ির ধাক্কায় এক সিএনজি আইল্যান্ডে উঠে যায়। এতে সিএনজি চালক ও দুই যাত্রী হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ১২টার দিকে বিজয় সরণি থেকে বনানীর দিকে যাচ্ছিল ওই সিএনজিটি। পথিমধ্যে মহাখালী ফ্লাইওয়ারের ওপরে একটি গাড়ি ওই সিএনজিকে ধাক্কা দেয়। পরে সিএনজিটি ফ্লাইওভারের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা দেয়। এতে সিএনজিটির সামনে গ্লাস ভেঙ্গে যায়। গাড়িতে থাকা দুই যাত্রী ও চালক আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে বনানী থানার এএসআই সাজেদুল কায়েস জানান, ফ্লাইওভারের ওপর থেকে ঢাকা মেট্রো থ ১৪-১৪৯৭ নম্বরের একটি সিএনজি উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনায় হতাহতদের কোন পরিচয় পাওয়া যায়নি।
×