ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উল্টোপথে জবির বাস

বাধা দেয়ায় ছাত্ররা পেটাল সার্জেন্টকে

প্রকাশিত: ০৮:২৯, ১৮ জুলাই ২০১৭

বাধা দেয়ায় ছাত্ররা পেটাল সার্জেন্টকে

স্টাফ রিপোর্টার ॥ আইন অমান্য করে উল্টো পথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দোতলা বাস যেতে বাধা দেয়ায় ট্রাফিক পুলিশের এক সার্জেন্টকে মারধর করেছে বিশ্ববিদ্যালয়টির কতিপয় শিক্ষার্থী। সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটর এলাকায় এমন অনাকাক্সিক্ষত ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাংলামোটর পয়েন্টে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট কায়সার হামিদ। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনটি দোতলা বাস কাওরানবাজারের দিকে যাচ্ছিল। একটি বাস বাংলামোটর সিগন্যাল দিয়ে ডান দিকে মোড় নিয়ে সোনারগাঁও ক্রসিংয়ের দিকে ঢুকে পড়ে। অপর বাস দুইটিকেও একই পথে যেতে বাসের কতিপয় ছাত্র চালককে নির্দেশ দিতে থাকে। চালকও সে নির্দেশ মোতাবেক বাস উল্টোপথে নেয়ার চেষ্টা করছিল। উল্টোপথে বাস দুইটিকে নিয়ে যেতে বাসের কয়েকজন ছাত্র নেমে পড়ে। তারা সোনারগাঁওয়ের দিক থেকে আসা গাড়ি থামিয়ে দেয়। যানবাহন থামিয়ে বিশ্ববিদ্যালয়ের বাস দুইটিকে ডান দিকে মোড় নিয়ে উল্টোপথে সোনারগাঁও ক্রসিংয়ের দিকে চালাতে চালককে নির্দেশ দিতে থাকে। চালকও নির্দেশ মোতাবেক তাই করার চেষ্টা করে। এ সময় সেখানে অন্যান্য সার্জেন্টদের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট কায়সার হামিদ। তিনি বিষয়টি দেখে এগিয়ে যান। ছাত্রদের বলেন, এখন বিকেল। অফিস শেষ। রাস্তায় ব্যাপক যানবাহন চলাচল করছে। এ সময় উল্টো পথে বাস গেলে আরও যানজট বাড়বে। এমনকি বিশ্ববিদ্যালয়ের বাসগুলোকেও ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হতে পারে। তাই উল্টো পথে বাস নিয়ে না যেতে তিনি ছাত্রদের অনুরোধ করেন। কিন্তু ছাত্ররা সার্জেন্টের এমন যুক্তি মানতে নারাজ। তারা যথারীতি বাসগুলোকে উল্টো পথ দিয়েই নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। কয়েক ছাত্র বাস থেকে নেমে সোনারগাঁও ক্রসিংয়ের দিক থেকে আসা যানবাহন থামিয়ে দেয়। তারা যানবাহনগুলোকে রাস্তার পূর্ব দিকে এক সারিতে থাকার জন্য ইশারা দিতে থাকে। এমন পরিস্থিতি দেখে সার্জেন্ট কায়সার হামিদ আবার ছাত্রদের এমন কাজ করতে নিষেধ করেন। এক পর্যায়ে বাধা দেন। এ সময় ছাত্রদের সঙ্গে সার্জেন্ট কায়সার হামিদের বাগ্্বিত-া শুরু হয়। ছাত্ররা সার্জেন্টকে গালাগাল দেয়। শেষ পর্যন্ত ছাত্ররা সার্জেন্টকে ধাক্কিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করতে থাকে। সার্জেন্ট এগিয়ে গেলে কয়েক ছাত্র সার্জেন্টকে মারধর করে। এ সময় সেখানে দায়িত্বরত অন্য সার্জেন্টরা বিষয়টি পুলিশের দায়িত্বশীল উর্ধতন কর্মকর্তাদের জানান। একজন সার্জেন্ট মোবাইল ফোন দিয়ে ঘটনার ভিডিও দৃশ্য ধারণ করতে থাকেন। এদিকে খবর পেয়ে সেখানে বাড়তি পুলিশ হাজির হয়। এ সময় পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর বাসগুলো সোজা পথেই গন্তব্যের উদ্দেশে বাংলামোটর ছেড়ে যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ আলাউদ্দিন জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বহনকারী তিনটি বাস বাংলামোটর মোড় থেকে উল্টো দিকে যাওয়ার চেষ্টাকালে সার্জেন্টের সঙ্গে ছাত্রদের মারামারির ঘটনাটি ঘটে। খবর পেয়ে অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা ছাত্র বা পুলিশের তরফ থেকে কোন মামলা বা সাধারণ ডায়েরি হয়নি।
×