ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হলি আর্টিজানে হামলা

টুণ্ডা মাহফুজকে জিজ্ঞাসাবাদ করতে এনআইএ প্রতিনিধি দল ঢাকা

প্রকাশিত: ০৮:২১, ১৮ জুলাই ২০১৭

টুণ্ডা মাহফুজকে জিজ্ঞাসাবাদ করতে এনআইএ প্রতিনিধি দল ঢাকা

গাফফার খান চৌধুরী ॥ গুলশানের হলি আর্টিজান হামলার অস্ত্র, গোলাবারুদ সরবরাহকারী জঙ্গী নেতা হাতকাটা মাহফুজকে জিজ্ঞাসাবাদ করতে তিন সদস্যের এনআইএ প্রতিনিধি দল সোমবার বাংলাদেশে এসেছে। এর আগে আসা ভারতের স্পেশাল টাক্স ফোর্সের তিন সদস্যের দলটি এখনও জঙ্গী মাহফুজকে জিজ্ঞাসাবাদ করছে। মাহফুজের দেয়া তথ্য মোতাবেক বাংলাদেশ ও ভারতে জঙ্গী গ্রেফতারে কম্বিং অপারেশন চলছে। অভিযানে দুই দেশের খুবই গুরুত্বপূর্ণ ও দুর্ধর্ষ কিছু জঙ্গী গ্রেফতার হয়েছে। ভারতে গ্রেফতার হওয়াদের মধ্যে ৫ জন উচ্চ পর্যায়ের জঙ্গী নেতা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করতে স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর একটি উচ্চ পর্যায়ের দল ভারত যাচ্ছে। দুই দেশে আটক জঙ্গী ও সন্ত্রাসীদের তালিকা আদান-প্রদান হয়েছে। জঙ্গী নেতা মাহফুজ জঙ্গী অর্থায়ন, জঙ্গীদের ব্যবহৃত অস্ত্র, গোলাবারুদ সংগ্রহের পথ ও পদ্ধতি এবং চোরাচালান ছাড়াও দুই দেশের জঙ্গীবাদ সম্পর্কিত বহু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এসব তথ্য যাচাই-বাছাই করতেই সোমবার তিন সদস্যের এনআইএ প্রতিনিধি দলটি ঢাকায় আসে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে প্ুলিশ সদর দফতরের গোপনীয় শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মোঃ মনিরুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জনকণ্ঠকে জানান, মাহফুজ ইতোপূর্বে আসা তিন সদস্যের প্রতিনিধি দলের কাছে জঙ্গী অর্থায়ন, চোরাচালান, ভারতে ও বাংলাদেশে কত জঙ্গী রয়েছে সে সম্পর্কিত তথ্য, অস্ত্র, গোলাবারুদের রুটসহ নানা বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সেই তথ্য যাচাই-বাছাই করতেই সোমবার তিন সদস্যের এনআইএ প্রতিনিধি দলটি ঢাকায় আসে। তারাও মাহফুজকে জিজ্ঞাসাবাদ করবে। পাশাপাশি ভারত থেকে আসা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুই দেশের জঙ্গীবাদ নির্মূলের বিষয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছেন।
×