ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভার্সিটি প্রশাসনের আশ্বাসে অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৮:১৫, ১৮ জুলাই ২০১৭

ভার্সিটি প্রশাসনের আশ্বাসে অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থীরা

জাবি সংবাদদাতা ॥ উপাচার্য ভবন ভাংচুরের ঘটনায় ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে কর্তৃপক্ষের করা হত্যাচেষ্টা মামলা তুলে নেয়ার আশ্বাসে রাতে অনশন ভেঙেছেন জাহাঙ্গীর নগর ভার্সিটির শিক্ষার্থীরা। সোমবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে উপ-উপাচার্য আমির হোসেন শহীদ মিনারে গিয়ে মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের অনশন তুলে নিতে অনুরোধ করেন। এরপর তিনি শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ শেখ মঞ্জুরুল হক, শিক্ষক সমিতির সভাপতি ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক সহযোগী ফরিদ আহমেদ প্রমুখ। গত ২৬ মে ভোরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে দুই শিক্ষার্থী বাস চাপায় নিহত হওয়ার ঘটনায় উপাচার্য ভবনে ভাংচুরের ঘটনা ঘটে। এ নিয়ে প্রশাসন ৫৬ জনের বিরুদ্ধে মামলা করে। মামলায় গ্রেফতার হন ৪২ শিক্ষার্থী। পরে মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের মধ্যে শনিবার দুপুর থেকে আমরণ অনশনে যান দুই শিক্ষার্থী। পরে তাদের সঙ্গে যুক্ত হন আরও ৬ জন। এরা হলেন ইংরেজী বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী সর্দার জাহিদুল ইসলাম ও তাহমিনা জাহান তুলি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪০তম আবর্তনের শিক্ষার্থী পূজা বিশ্বাস, আইন ও বিচার বিভাগের ৪৩ তম আবর্তনের শিক্ষার্থী খান মুনতাসির আরমান, দর্শন বিভাগের ৪৫তম আবর্তনের শিক্ষার্থী ফয়সাল আহমেদ রুদ্র, বাংলা বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী নাইমুল আলম মিশু, নৃবিজ্ঞান বিভাগের ৪৫ তম আবর্তনের শিক্ষার্থী রাতুল খালিদ এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৫ তম আবর্তনের তাসনুভা তাজিন ইভা।
×