ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোরিয়ায় তৃতীয় ম্যাচে সানজিদাদের ড্র

প্রকাশিত: ০৬:১৮, ১৮ জুলাই ২০১৭

কোরিয়ায় তৃতীয় ম্যাচে সানজিদাদের ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি অনুর্ধ-১৬ মহিলা ফুটবলের চূড়ান্তপর্বের প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন দক্ষিণ কোরিয়ায়। প্রথম প্রস্তুতি ম্যাচে বড় হারে মুখ থুবড়ে পড়লেও দ্বিতীয় ম্যাচেই তারা বড় জয়ে বেশ ভালভাবেই ঘুরে দাঁড়ায়। তবে সোমবার অনুষ্ঠিত তৃতীয় প্রস্তুতি ম্যাচে তারা হারেওনি, আবার জেতেওনি, করেছে ড্র। হাওয়াচেওন ইনফরমেশন ইন্ডাস্ট্রি হাইস্কুল ওমেন্স ফুটবল ক্লাবের সঙ্গে তারা ২-২ গোলে ড্র করে। ড্র করলেও এ ম্যাচের বিশেষত্ব ছিল খেলায় বাংলাদেশ দল দুই গোল হজম করে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দুর্দান্ত খেলে সমতায় ফিরে। ম্যাচের ২৭ মিনিটে স্বাগতিক দলের থাপুর গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় উভয় দল। পরের অর্ধেও ব্যবধান দ্বিগুণ করে তারা। ৬৩ মিনিটে এবার গোল করেন চিমা চিং উ (২-০)। যখনই মনে হচ্ছিল ম্যাচটি হারতে যাচ্ছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যারা, তখনই ৭৩ মিনিটে আশার ক্ষীণ প্রদীপ জ্বলে ওঠে। সানজিদা আক্তারের গোলে ব্যবধান কমায় বাংলাদেশ দল (১-২)। এর পাঁচ মিনিট পরই শামসুন্নাহার আরেকটি গোল করলে হাসি ফোটে কোচ ছোটনের মুখে। স্বস্তিতে ফেরে বাংলাদেশ দল সমতা এনে (২-২)। বাকি সময়টায় দু’দলই একাধিক আক্রমণ শাণিয়েও আর কোন গোল করতে না পারলে শেষ পর্যন্ত ম্যাচ অমীমাংসিত ফল নিয়েই মাঠ ছাড়ে। এর আগে শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ৯-০ গোলে শোচনীয়ভাবে হারায় ইয়ুলমিয়ুন মিডল স্কুল ফুটবল দলকে। কোরিয়া ফুটবল ফেডারেশনের এনটিসি পাজোতে গত মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম ম্যাচে অবশ্য স্বাগতিক অনুর্ধ-১৬ দলের কাছে ০-৬ গোলে হেরেছিল কৃষ্ণারা। আগামী বুধবার চতুর্থ ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে কৃষ্ণারা। আগামী সেপ্টেম্বরে কৃষ্ণাদের থাইল্যান্ডে গিয়ে খেলতে হবে ‘এএফসি অনুর্ধ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপে’র চূড়ান্তপর্ব। সেখানে গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সবাই কঠিন দল। তারপরও ভাল ফল করার স্বপ্নই লালন করছে বাংলাদেশ দল। তবে সেখানে যাওয়ার আগে নিজেদের দলকে আরও শাণিত-পরিণত করে নিতে চান দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন। থাইল্যান্ডে যাবার আগে দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে তার দল। এএফসি অনুর্ধ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের গ্রুপ বি’তে পড়েছে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ হচ্ছে জাপান, উত্তর কোরিয়া ও অস্ট্রেলিয়া। কোন সন্দেহ নেই তিনটি দলই বাংলাদেশের চেয়ে শক্তিমত্তায় অনেক এগিয়ে। কিন্তু তাই বলে মাঠের লড়াই শুরুর আগেই মানসিকভাবে হেরে যেতে নারাজ ছোটনবাহিনী। এজন্য প্রস্তুতিতে কোন কমতি রাখার পক্ষে নয় তারা। ইতোমধ্যেই সিঙ্গাপুর, চীন ও জাপানে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলে এসেছে (জাপানে দু’বার)। আগামী ১১ সেপ্টেম্বর আসরের বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম পরীক্ষায় অবতীর্ণ হবে কৃষ্ণারা। দ্বিতীয় গ্রুপ ম্যাচে ১৪ সেপ্টেম্বর জাপান এবং ১৭ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রায় ১ বছরের ক্যাম্প করছে তহুরা-মারজিয়ারা। উল্লেখ্য, এর আগে ছোটনের শিষ্যারা দু’দফায় জাপানে গিয়ে ১০টি (৫ জয়, ২ ড্র, ৩ হার), সিঙ্গাপুরে গিয়ে ২টি (২ হার) এবং চীনে গিয়ে ৫ ম্যাচ (৩ জয়, ১ ড্র, ১ হার) ম্যাচ খেলে এসেছিল।
×