ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফিটনেস ট্রেনিংয়েই জাতীয় দলের ক্রিকেটাররা

রানে ফিরতে মরিয়া সৌম্য সরকার

প্রকাশিত: ০৬:১৬, ১৮ জুলাই ২০১৭

রানে ফিরতে মরিয়া সৌম্য সরকার

স্পোর্টস রিপোর্টার ॥ গত মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ডের মাটিতে। নিয়মিত একাদশে থাকলেও একেবারেই ব্যর্থ ছিলেন টপঅর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার। তার দলে থাকা নিয়ে বাংলাদেশের ক্রিকেটভক্ত-সমর্থকরা অনেক সমালোচনাই করেছেন। তবে আপাতত সেদিকে মনোযোগ না দিয়ে ফিটনেস ভাল রাখার দিকে মনোযোগী হয়েছেন বাঁহাতি এ ব্যাটসম্যান। আর যেহেতু চলমান ফিটনেস ক্যাম্প আগামী মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজকে সামনে রেখে, তাই আপাতত দীর্ঘ পরিসরের ক্রিকেট নিয়েই ভাবছেন সৌম্য। সর্বশেষ শ্রীলঙ্কা সফরে দারুণ নৈপুণ্য দেখিয়েছিলেন দুই টেস্টেই। এবারই প্রথম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলবেন, তাই ওয়ানডের ব্যর্থতা ভুলে এ সিরিজে ভাল করতে চান। বাংলাদেশ ভাল ক্রিকেট খেলতে পারলে অস্ট্রেলিয়াকে টেস্টে হারানো সম্ভব বলে মনে করেন তিনি। আর সেজন্য দারুণ কিছু করে সিরিজটিকে স্মরণীয় করতে চান। সোমবার সৌম্য এসব কথা বলেন। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবিস্মরণীয় নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ দল। প্রথমবারের মতো কোন আইসিসির ইভেন্টে খেলেছে সেমিফাইনাল। কিন্তু এই আসরে সৌম্য দলকে কিছুই উপহার দিতে পারেননি। গ্রুপপর্বের তিন ম্যাচ এবং সেমিসহ ৪ ম্যাচে মাত্র ৩৪ রান করেছেন। তাই ব্যাপক সমালোচনার মধ্যে আছেন এ আক্রমণাত্মক মেজাজের ব্যাটসম্যান। তবে ওয়ানডের সাম্প্রতিক ব্যর্থতা ভুলে যেতে চান সৌম্য। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের সঙ্গে কিছুক্ষণ ক্রিজে ছিলাম। বাকি ম্যাচগুলো দ্রুত আউট হয়ে গেছি। কাজতো করতেই হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তো খারাপ করেছি। তার আগের সিরিজটা আবার ভাল করেছি। সবাই হয়তো বলছে। আমি সবার কথা শুনছি না। আমি নিজেই উপলব্ধি করছি আমার সমস্যা আমাকেই বের করতে হবে। আমি চেষ্টা করছি সমস্যাগুলো সমাধান করার। আমাকে রান করতে হবে। এটাই এখন আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ চলতি ফিটনেস ক্যাম্পে মারিও ভিল্লাভারায়নের অধীনে ঘাম ঝরিয়ে যাচ্ছেন সৌম্য। কারণ ফিটনেস ভাল রাখাটা অতীব জরুরী ভাল ক্রিকেট খেলার জন্য। আর যেহেতু সামনে টেস্ট সিরিজ, এ কারণে ফিটনেস লেভেল বেশ উঁচুদরের হওয়া জরুরী। তিনি বলেন, ‘ফিটনেস ক্যাম্পতো সবসময় একজন ক্রিকেটারের জন্য জরুরী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ানডে ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ। দুটি ভিন্ন ফরমেটের খেলা। এখন আপাতত ফিটনেস ক্যাম্প নিয়ে চিন্তা করছি। নিজেকে কতটুকু ফিট করে নেয়া যায় সেগুলো নিয়ে ভাবছি। যদি সুযোগ পাই চেষ্টা করব অস্ট্রেলিয়ার সঙ্গে ভাল কিছু করার।’ ওয়ানডে ক্রিকেটে সাধারণত ওপেনার হিসেবেই খেলেন সৌম্য। তবে টেস্ট ক্রিকেটে শুরু হয়েছিল ৬/৭ নম্বর ব্যাটসম্যান হিসেবে, মূলত অলরাউন্ডার হিসেবে। কারণ ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিংটাও করতে পারেন। অনুশীলনে একদিনে দুটো কাজ করেন না। যেদিন বোলিং করেন সেদিন আর ব্যাটিং করেন না; আর ব্যাটিং করলে বোলিং করেন না। তবে এ বছর নিউজিল্যান্ড সফর থেকেই ওপেনার হয়ে গেছেন সৌম্য। টানা ৪ টেস্টে ইনিংস উদ্বোধন করে ভাল রান পেয়েছেন। এই ৮ ইনিংসে তার রান- ৮৬, ৩৬, ১৫, ৪২, ৭১, ৫৩, ৬১ ও ১০। ব্যাটিং পজিশন নিয়ে ভাবছেন না তিনি। সৌম্য বলেন, ‘ওয়ানডে ও টেস্টের মধ্যে পার্থক্য আছে। এখন টিম যেখানে নামাচ্ছে হয়তো মনে করছে আমি এখানেই ভাল। যে কোন পজিশনেই আমি খেলতে প্রস্তুত।’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার জন্য মুখিয়ে আছেন সৌম্য। নিজেকে মেলে ধরার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরাতো সাধারণত এমনিতেই টেস্ট কম খেলি। তার মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও কম খেলি। গত কিছুদিন ধরে আমরা টেস্ট ভাল খেলছি। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে আমরা টেস্ট সিরিজে ভাল করেছি। এটা আমার জন্য অনেক বড় সুযোগ। আমাদের এখানে তারা আসবে। তাদের বিপক্ষে খেলতে আমরা মুখিয়ে আছি। আশাকরি আমরা ভাল ক্রিকেট খেলে অস্ট্রেলিয়াকে হারাতে পারব। যেহেতু অস্ট্রেলিয়ার বিপক্ষে আমার প্রথম টেস্ট সিরিজ হবে। আমি এটাকে স্মরণীয় করে রাখতে চাই। আমার ব্যাটিংয়ের মাধ্যমে যেন আমরা দেশের মাটিতে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম কোন টেস্ট জিততে পারি সেই চেষ্টাই করব।’
×