ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মগবাজারে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ০৫:৫৯, ১৮ জুলাই ২০১৭

মগবাজারে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মগবাজারে প্রকাশ্যে দুর্বৃত্তরা আনোয়ার হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করেছে। গুলিবিদ্ধ আনোয়ার হোসেন বাংলাদেশ মেডিক্যাল ডিভাইস এ্যাসোসিয়েশনের সভাপতি। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি পিঠে গুলিবিদ্ধ হয়েছেন, অবস্থা আশঙ্কামুক্ত। স্বজনদের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, সোমবার সকাল ১০টার দিকে ব্যবসায়ী আনোয়ার হোসেন ইস্কাটন রোডের বাসা থেকে নিজেই প্রাইভেটকার চালিয়ে বের হয়ে দিলু রোড দিয়ে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে তিনটি গুলি করে। এর মধ্যে দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও একটি তার পিঠে লাগে। এ ব্যাপারে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার সংবাদিকদের জানান, এটি ছিনতাইয়ের কোন ঘটনা বলে মনে হচ্ছে না। ছিনতাইকারীরা গুলি করলে অবশ্যই কিছু ছিনিয়ে নিত। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ব্যবসায়ী আনোয়ার হোসেন সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করা হবে। পাঁচ ছিনতাইকারী গ্রেফতার রাজধানীর মগবাজার নয়াটোলা চেয়ারম্যান গলিতে থেকে মোঃ মকবুল হোসেন নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে এক কাঁচামাল ব্যবসায়ীর কাছ থেকে ছিনিয়ে নেয়া ৩ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। রমনা থানা-পুলিশ জানায়, রবিবার ভোর সোয়া ৫টার দিকে মিজানুর রহমান নামে এক ব্যবসায়ী কাঁচামাল আনার জন্য নিজে ভ্যান চালিয়ে কাওরান বাজার যাচ্ছিলেন। নয়াটোলা চেয়ারম্যান গলিতে পৌঁছামাত্রই ছিনতাইকারীরা তার গতিরোধ করে। পরে তাকে মারধর করে নগদ ৩ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ব্যবসায়ী মিজানুর রহমান থানায় মামলা করেন। পরে থানার পুলিশের ওইদিন গভীর রাতে একটি দল মগবাজার নয়াটোলা চেয়ারম্যান গলিতে অভিযান চালিয়ে ছিনতাইকারী মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ছিনতাইকৃত ৩ হাজার ৫০০ টাকাসহ ১টি মোবাইল ফোন, ১টি ধারালো ছোরা ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এদিকে একইদিন গভীর রাতে রাজধানীর উত্তরায় চার ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেÑ নজরুল ইসলাম, নাহিদ, আবুল কালাম পাপ্পু ও রোমান। উত্তরা পশ্চিম থানা-পুলিশ জানায়, বেলায়েত হোসেন নামে এক পথচারীকে মারধর করে ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বেলায়েত হোসেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা করেছেন।
×