ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাতারবাড়ির দরপত্র মূল্যায়নে অনৈতিকতার অভিযোগ

প্রকাশিত: ০৫:৪৬, ১৮ জুলাই ২০১৭

মাতারবাড়ির দরপত্র মূল্যায়নে অনৈতিকতার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ মাতারবাড়ি বিদ্যুত কেন্দ্রের দরপত্র মূল্যায়নে অনৈতিকতার অভিযোগ করেছে মারুবিনি কর্পোরেশন। সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটে (সিপিটিইউ) করা আবেদনের শুনানি সোমবার হওয়ার কথা থাকলেও আগামী ২৪ জুলাই নির্ধারণ করা হয়েছে। বিদ্যুত কেন্দ্রটির দরপত্র আগামী মাসে সই হওয়ার আশা করছিল কোল পাওয়ার জেনারেশন কোম্পানি। কিন্তু এর মধ্যেই এ অভিযোগে প্রক্রিয়া পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। অভিযোগের শুনানি না হাওয়া পর্যন্ত নোটিস অব এ্যাওয়ার্ড প্রদান না করার জন্য সিপিটিইউ থেকে কোল পাওয়ার জেনারেশন কোম্পানিকে বলা হয়। কোম্পানিটি সিপিটিইউকে জানিয়েছে, ইতোমধ্যে নোটিস অব এ্যাওয়ার্ড ইস্যু করা হয়েছে। কোম্পানির বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী একই সঙ্গে নোটিস অব এ্যাওয়ার্ড ইস্যু করা এবং শুনানির জন্য একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে আলোচনার সিদ্ধান্ত হয়। কোম্পানির বোর্ড মিটিংয়ের সিদ্ধান্তে দেখা যায়, মারুবিনির অভিযোগের বিষয়টি উত্থাপিত হলে বোর্ড সদস্যরা তা শোনেন। প্রকল্প বাস্তবায়নে সব ধরনের ঝামেলা পরিহার করার সিদ্ধান্ত নেয়া হয়। সম্প্রতি সুমিতমোকে কাজ দেয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।
×