ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শতাধিক সন্তানের বাবা!

প্রকাশিত: ০৫:৪৬, ১৮ জুলাই ২০১৭

শতাধিক সন্তানের বাবা!

সন্তানকে যদি সম্পদ মনে করা যায়, তাহলে তো অর্থনৈতিক সঙ্কটে পড়ার কথা নয়। বরং সন্তান জন্মদানে উৎসাহ-উদ্দীপনা কাজ করবে যে কোন বাবা-মায়ের। আফ্রিকার দেশ ঘানায় বহু বিবাহের প্রচলন রয়েছে। দেশটিতে বহু সন্তানকে সম্পদের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। আর যেটা কিনা ৮০ বছর বয়সী কৃষক কফি আসিলেনুকে সন্তান জন্মদানে উৎসাহ যুগিয়েছে। কফি আসিলেনু ঘানার রাজধানী আক্রার অদূরে আমানকরম গ্রামে বসবাস করেন। তার ১২ জন স্ত্রী শতাধিক সন্তানের বাবা তিনি। আর এজন্য কফি বেশ গর্ব অনুভব করেন। তিনি অবশ্য আরও সন্তান প্রত্যাশা করেন। গ্রামটির মোট জনসংখ্যা ৬শ’ জন। সে হিসেবে সেখানে মোট জনসংখ্যার ছয় ভাগের একভাগ কফির পরিবারের সদস্য। কফি জানান, তার কোন ভাইবোন ও চাচা নেই। তাই পরিবার বড় করার উদ্দেশে তিনি একের পর এক সন্তানের বাবা হয়েছেন। শতাধিক সন্তানের এই জনক শারীরিকভাবে যথেষ্ট শক্তিশালী ও সুস্থ রয়েছেন। তার সন্তানরা বেশ ভালই আছে। বেশ কয়েকজন কাজ করে অর্থ উপার্জন করে এবং তাদের বাবার দেখাশোনা করেন। বড় পরিবার হওয়া সত্ত্বেও কফির ১২ স্ত্রী ও সন্তানরা বেশ ভালই আছে। কফির প্রথম স্ত্রী নিয়োমে আসিলেনু জানান, কফির সব স্ত্রীর ভরণপোষণে সক্ষমতা আছে। তার স্বামী বহু বিয়ে করে ভুল কিছু করেননি। বিবিসি অবলম্বনে।
×