ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আশুলিয়ার চার জঙ্গী রিমান্ডে

প্রকাশিত: ০৫:৪৫, ১৮ জুলাই ২০১৭

আশুলিয়ার চার জঙ্গী রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ আশুলিয়ার নয়ারহাটের চৌরাবাড়ী জঙ্গী আস্তানা থেকে আত্মসমর্পণকারী চার জঙ্গীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাইরুস তাসনিন এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডকৃতরা হলেন- মোজাম্মেল হক, রাশেদুন নবী, ইরফানুল ইসলাম এবং আলমগীর হোসেন। এর আগে রিমান্ডকৃতদের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ১০ দিন করে রিমান্ড আবেদন করে আদালতে হাজির করে পুলিশ। গত ১৫ জুলাই রাত ১টার পর আশুলিয়ার নয়ারহাটের চৌরাবাড়ী গ্রামের ইব্রাহিমের একতলা টিনশেডের বাড়ি ঘিরে ফেলা হয়। আজাদ নামে পোশাক শ্রমিকের পরিচয়ে মাস দুয়েক আগে বাড়িটি ভাড়া নেয় জঙ্গীরা। র‌্যাব সদস্যদের উপস্থিতি তাদের লক্ষ্য করে কমপক্ষে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। বোমাও ছোড়া হয়। রবিবার সকাল ৬টার দিকে আবার গুলি করে তারা। কয়েকটি বোমাও ছোড়া হয়। জবাবে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এরই মধ্যে হ্যান্ডমাইকে বার বার ‘জঙ্গীদের’ আত্মসমর্পণ করার আহ্বান জানানো হয় র‌্যাবের পক্ষ থেকে। র‌্যাবের আহ্বানে সাড়া দিয়ে গত রবিবার দুপুর ১২টা থেকে এক ঘণ্টার মধ্যে একে একে চার জঙ্গী ওই বাড়ি থেকে বেরিয়ে আসে। নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, নয়ারহাট এলাকায় জঙ্গী আস্তানা থেকে আটক চার জঙ্গীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে আশুলিয়া থানায় পৃথক ২টি মামলা দায়ের করেছে। সোমবার আড়াইটার দিকে র‌্যাব-৪ এর ডিএডি শরিফুল ইসলাম খান বাদী হয়ে চার জঙ্গীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা (নং- ৪১) এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে অপর মামলাটি (নং- ৪২) দায়ের করেন। এদিকে গত ২৮ এপ্রিল সাভার মডেল থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলায় (নং- ৫১) তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। তবে আশুলিয়া থানায় এদিন দায়েরকৃত দু’টি মামলায় তাদের মঙ্গলবার আবারও আদালতে হাজির করা হবে বলে জানায় র‌্যাব।
×