ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিয়ের প্রলোভনে ধর্ষণ

নড়াইলে এসআই করিমের বিরুদ্ধে আদালতে মামলা

প্রকাশিত: ০৫:৪৫, ১৮ জুলাই ২০১৭

নড়াইলে এসআই করিমের বিরুদ্ধে আদালতে মামলা

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১৭ জুলাই ॥ বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলা এবং ভুক্তভোগীর অসম্মতিতে গর্ভপাত ঘটানোর অভিযোগ এনে নড়াইল সদরের শেখহাটি পুলিশ ক্যাম্পের আইসি (সাময়িক বরখাস্তকৃত) এসআই আবদুল করিমের বিরুদ্ধে মামলা করেছেন নির্যাতিত এক নারী। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক বাশার মুন্সির আদালতে এ মামলা করা হয়। আগামী ৩ আগস্টের মধ্যে কালিয়া ও নড়াগাতি থানার দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট জাহিদ হাসানকে জুডিসিয়াল তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। মামলার বিবরণে জানা যায়, কালিয়া থানার পার্শ্বে চাঁদপুর এলাকায় কাওসার শেখের কন্যা স্বামী পরিত্যক্তা সুইটি খানম বাবার বাড়ি বসবাস করত। ৭ মাস আগে কালিয়া থানায় কর্মরত তৎকালীন এসআই আব্দুল করিম সুইটির বাড়িতে যাওয়া-আসা করতেন। একপর্যায়ে পুলিশ কর্মকর্তা তার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে গত বছর ১৬ ডিসেম্বর তার (বাদী) পিত্রালয়ে তাকে ধর্ষণ করে। এর ফলে ওই মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সুইটি এসআইকে বিয়ের কথা বললে তিনি সুকৌশলে এড়িয়ে চিকিৎসার নাম করে তাকে ইনজেকশন ও খাওয়ার বড়ির মাধ্যমে গর্ভপাত ঘটান। পরে ভুক্তভোগী নারী সংশ্লিষ্ট দফতরে এসআই করিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে প্রাথমিকভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের নির্দেশে জুন মাসে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বাদীর পক্ষের আইনজীবী এ্যাডভোকেট রোকেয়া বেগম সাংবাদিকদের জানান, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা এসআই আব্দুল করিম বিয়ের প্রলোভন দেখিয়ে নানাভাবে প্ররোচিত করে বাদিনীকে ধর্ষণ করে এবং ধৃত ওই পুলিশ কর্মকর্তা বিয়ে করবে বলে তাকে ঘোরাতে থাকেন। বাদী এর প্রতিবাদ করলে উল্টো তাকে মিথ্যাভাবে ফাঁসিয়ে দেয়ার হুমকি দেয় ওই পুলিশ কর্মকর্তা। অবশেষে নিরুপায় হয়ে নির্যাতিত নারী সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন। (যার মামলা নং এমপি ৪৮/১৭)।
×