ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরিকল্পিত পরিবার গঠনে সহযোগিতা দিতে অগ্রসর জনগোষ্ঠীর প্রতি স্বাস্থ্যমন্ত্রীর আহ্বান

প্রকাশিত: ০৫:৪৪, ১৮ জুলাই ২০১৭

পরিকল্পিত পরিবার গঠনে সহযোগিতা দিতে অগ্রসর জনগোষ্ঠীর প্রতি স্বাস্থ্যমন্ত্রীর আহ্বান

বিশেষ প্রতিনিধি ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পরিকল্পিত পরিবার গঠনে মানুষকে উদ্বুদ্ধ করতে শুধু শহরকেন্দ্রিক না থেকে প্রত্যন্ত, দুর্গম, বস্তি ও শ্রমিক অধ্যুষিত এলাকায় সচেতনতা কার্যক্রম জোরদার করতে হবে। এক্ষেত্রে সহযোগিতার হাত বাড়াতে রাজনৈতিক, ধর্মীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের অগ্রসর জনগোষ্ঠীর প্রতি আহ্বান জানান তিনি। সোমবার ঢাকার একটি জাতীয় দৈনিকের কার্যালয়ে ‘পরিবার পরিকল্পনা ঃ জনগণের ক্ষমতায়ন, জাতীয় উন্নয়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইউনিসেফের সহযোগিতায় এই গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, পরিকল্পিত পরিবার গঠনের জন্য আমরা শুধু নারীর ওপর দায়িত্ব চাপিয়ে দেই। কিন্তু এক্ষেত্রে পুরুষদেরও সমান কর্তব্য রয়েছে। পরিবার পরিকল্পনায় নারী-পুরুষের যৌথ উদ্যোগ জরুরী। তিনি বলেন, আমাদের এই ক্ষুদ্র দেশে বিশাল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ সদ্ব্যবহারের মাধ্যমে সবাইকে কাজ করতে হবে। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে গ্রামের কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন ও উপজেলা হাসপাতালে সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, নিরাপদ প্রসবের জন্য মায়েদের হাসপাতালে আনার উদ্যোগ নেয়াই এখন বড় চ্যালেঞ্জ। এ কাজে আমাদের সফল হতেই হবে। পাশাপাশি বাল্যবিয়ে রোধে সচেতনতা কার্যক্রম বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি, পাওয়ার এ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক হোসেন জিল্লুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ডাঃ কাজী মোস্তফা সারোয়ারসহ বিভিন্ন সহযোগী ও বেসরকারী সংস্থার প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংস্কৃতিকর্মী বক্তৃতা করেন। ষড়যন্ত্র করতে লন্ডনে গেছেন খালেদা- ড. হাছান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, চিকিৎসা করাতে নয়, ষড়যন্ত্র করতে লন্ডনে গেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। লন্ডনে গেলে বিমানবন্দরে মা-ছেলে কান্নাকাটি করেছেন। মা-ছেলে কান্নাকাটি করবে এটাই স্বাভাবিক। তবে তাঁর দলের ছোড়া পেট্রোল বোমার আগুনে শত শত মানুষ পুড়ে মরেছে। তাদের জন্য আকাশ-বাতাস কেঁদেছে। তিনি (খালেদা জিয়া) তো একবারও চোখের পানি ফেলেননি। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘শেখ হাসিনার কারাবন্দী দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ড. হাছান মাহমুদ আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন রোডম্যাপ হিসেবে যে সাতটি পরিকল্পনা নিয়েছে তা বাস্তবসম্মত ও সমযোপযোগী। বিএনপিকে বলব- ২০১৪ সালের মতো ষড়যন্ত্র না করে রোডম্যাপ অনুসারে নির্বাচন কমিশন কোন সহযোগিতা চাইলে রাজনৈতিক দল হিসেবে সহযোগিতা করুন। এখনও রোড না খুঁজে কানাগলির মধ্যে পথ খুঁজলে নেতাকর্মীরা হতাশ হবে। আয়োজক সংগঠনের সভাপতি লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু, শিরীন নঈম পুনম এমপি, সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
×