ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশের বাজারে যাত্রা শুরু করল মোবাইল ব্র্যান্ড টেকনো

প্রকাশিত: ০৫:৩৯, ১৮ জুলাই ২০১৭

দেশের বাজারে যাত্রা শুরু করল মোবাইল ব্র্যান্ড টেকনো

স্টাফ রিপোর্টার ॥ দেশের বাজারে সোমবার থেকে যাত্রা শুরু করল আন্তর্জাতিক মানের মোবাইল ব্র্যান্ড টেকনো মোবাইল। পিক্সেলএক্স ইমেজ প্রসেসিং টেকনোলজিসমৃদ্ধ স্মার্টফোন নিয়ে টেকনো মোবাইলের প্রতিটি হ্যান্ডসেটে, ক্যামেরা ফিচারে ব্যবহৃত পিক্সেলএক্স প্রযুক্তি রাতের বেলায় স্বল্প আলোতে নিখুঁত ছবির নিশ্চয়তা দিতে সক্ষম। সেলফি ক্যামেরায় ব্যবহারকারী পাবে নতুন অভিজ্ঞতা। বিশ্বব্যাপী দ্রুত বর্ধনশীল বাজারগুলোতে মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারক এবং সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত, ট্রানশান হোল্ডিংস বাংলাদেশের বাজারে তাদের স্মার্টফোন ব্র্যান্ড টেকনো মোবাইলের কার্যক্রম চালু করার ঘোষণা দিয়েছে। সোমবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে টেকনো মোবাইলের যাত্রা শুরু করা হয়। মোবাইল ডিভাইসের মধ্যে রয়েছে ফিচার ফোন, স্মার্টফোন এবং ট্যাবলেট প্রস্তুতকরণ, সরবরাহ ও বাজারজাতকরণ করে থাকে টেকনো মোবাইল। ২০০৬ সালে প্রতিষ্ঠালাভের পর বর্তমানে বিশ্বব্যাপী ৪০টিরও বেশি দেশে টেকনো মোবাইলের কার্যক্রম চালু রয়েছে। প্রতিটি হ্যান্ডসেটে সর্বাধুনিক এবং আন্তর্জাতিক মানের উদ্ভাবনী প্রযুক্তির সমন্বয়ে স্থানীয় পর্যায়ে ভোক্তার চাহিদা পূরণ এবং ব্যবহার সন্তুষ্টি নিশ্চিত করাই টেকনো মোবাইলের লক্ষ্য ও উদ্দেশ্য। আফ্রিকান বিজনেস ম্যাগাজিন টেকনো মোবাইলকে আফ্রিকার সর্বাধিক প্রশংসিত ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিশ্বজুড়ে নিজেদের পরিধি আরও বিস্তৃত করতে উন্নয়নশীল বাজারগুলোতে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার বাজারে প্রবেশ করেছে টেকনো মোবাইল এবং স্থানীয় ভোক্তাদের চাহিদা অনুযায়ী মোবাইল হ্যান্ডসেট বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে । অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে, ট্রানশান হোল্ডিংস’র ভাইস প্রেসিডেন্ট আরিফ চৌধুরী বলেন, ট্রানশান হোল্ডিংস সবসময় ক্রেতা এবং ভোক্তার চাহিদার অগ্রাধিকার দিয়ে থাকে। আমরা বহুমাত্রিক ব্র্যান্ড কৌশল অনুসরণ করি। ক্রেতার চাহিদা, ক্রয়ক্ষমতা অনুযায়ী পণ্য প্রদানে আমাদের প্রতিটি ব্র্যান্ড-ই প্রতিশ্রুতিবদ্ধ।
×