ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিম্পাঞ্জির জন্মদিনে মহাধুমধাম

প্রকাশিত: ০৫:৩৯, ১৮ জুলাই ২০১৭

শিম্পাঞ্জির জন্মদিনে মহাধুমধাম

দীর্ঘ ৫০ বছর ধরে দিল্লী চিড়িয়াখানায় আছে রিতা নামের একটি শিম্পাঞ্জি। চিড়িয়াখানার প্রবীণ সদস্য হিসেবে সে নানা ঘটনার সাক্ষী। দীর্ঘ সময়ে অনেক প্রাণীই রিতার প্রতিবেশী ছিল। এদের অনেকেই এখন তার কাছে স্মৃতি। এর মধ্যে স্বজনহারাও হতে হয়েছে রিতাকে। তাই প্রবীণ এ শিম্পাঞ্জির জন্মদিন এবার মহাধুমধামে পালন করার সিদ্ধান্ত দিল্লী চিড়িয়াখানা কর্তৃপক্ষের। তবে রীতার জন্ম সম্পর্কিত কোন তথ্য নেই কর্তৃপক্ষের কাছে। ১৯৬৪ সালে আমস্টারডাম থেকে আনা হয় এটিকে। ভারতের ন্যাশনাল জুয়োলজিক্যাল পার্কের যুগ্ম পরিচালক রাজা রাম সিংহ বলেন, রিতা এ পার্কের সবচেয়ে পুরনো বাসিন্দা। অন্যতম আকর্ষণও সে। ওর মধ্যে মানুষের নানা আচরণ রয়েছে। অনেক সময় দর্শনার্থীদের সঙ্গে নানা অঙ্গভঙ্গির মাধ্যমে ভাববিনিময় করে রিতা। কিন্তু এখন বয়সের কারণে বেশির ভাগ সময় একা থাকতে পছন্দ করে। রিতার জন্মদিন পালন প্রসঙ্গে তিনি বলেন, গ্র্যান্ডপার্টির এ পরিকল্পনার মধ্যে অনেক আবেগ জড়িয়ে আছে। এর মধ্য দিয়ে রিতার বিষয়ে দর্শকরাও অনেক কিছু জানতে পারবেন। কয়েক বছর আগে তিনটি সন্তান জন্ম দেয় রিতা। তবে সব সন্তানই মারা গেছে তার। তার দীর্ঘ দিনের বন্ধু ম্যাক্সকেও জয়পুর চিড়িয়াখানায় স্থানান্তর করায় এখন একা কাটছে রীতার জীবন। -নিউজ ন্যাশন অবলম্বনে।
×