ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এসডিজি অর্জনে জনগণকে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে হবে ॥ স্পীকার

প্রকাশিত: ০৫:৩৮, ১৮ জুলাই ২০১৭

এসডিজি অর্জনে জনগণকে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে হবে ॥ স্পীকার

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হলে তৃণমূলের জনগণকে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে হবে। এ কাজে সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিদের যথাযথ ভূমিকা পালন করতে হবে। সোমবার সংসদ ভবনের শপথ কক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ ও ইউএনএফপিএর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ে সংসদের সক্ষমতা বৃদ্ধি (এসপিসিপিডি)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্পীকার বলেন, বর্তমানে বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে সঙ্গে মানব সম্পদেরও উন্নয়ন সাধিত হয়েছে। মানুষের গড় আয়ু বৃদ্ধি, মাতৃমৃত্যুহার হ্রাস, শিশুমৃত্যুহার হ্রাসের প্রমাণ এবং এরই স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে। তিনি আরও বলেন, নতুন নতুন ধ্যান-ধারণা ও আবিষ্কারের বিষয়ে সাধারণ মানুষকে আগ্রহী করে তুলতে জনসচেতনতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এ কাজে স্থানীয় সংসদ সদস্যগণ বিশাল ভূমিকা রাখতে পারেন। তিনি বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার ন্যায় টেকসই উন্নয়ন অভিষ্টসমূহের সফল বাস্তবায়ন করতে হলে তৃণমূল পর্যায়ে এ কাজের বিস্তার ঘটাতে হবে এবং সাধারণ জনগণকে এর সঙ্গে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে হবে। এছাড়া তাৎপর্য ও গুরুত্ব বিবেচনায় এসপিসিপিডি প্রকল্প দ্বিতীয় পর্যায়ে গ্রহণ করা হয়েছে এবং ইতোপূর্বে গৃহীত কর্মসূচীর সফলতাগুলোকে শুধু কমিটির সদস্যদের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন প্রকাশনা ও নিবন্ধ লেখার মাধ্যমে সকলকে অবহিত করতে হবে। তিনি অতি দ্রুত প্রকল্পের এ্যাডভোকেসি প্রোগ্রামের পরিকল্পনা চূড়ান্ত করার ওপর গুরুত্বারোপ করেন এবং গৃহীত প্রকল্পের জন্য বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানান। স্পীকার বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব পার্লামেন্টারিয়ানস অন পপুলেশন এ্যান্ড ডেভেলপমেন্টের (বিএপিপিডি) আওতায় সংসদ সদস্যদের সমন্বয়ে মাতৃমৃত্যু রোধ ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ, বাল্যবিবাহ রোধ ও যুব উন্নয়ন বিষয়ক তিনটি সাব কমিটি গঠন করা হয়েছে। তিনি প্রকল্পের প্রথম পর্যায়ের ন্যয় দ্বিতীয় পর্যায়েও সাব-কমিটিগুলো দক্ষতার স্বাক্ষর রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে চিফ হুইপ আ স ম ফিরোজ, ইউএনএফপির আবাসিক প্রতিনিধি আইরি কাটো, অতিরিক্ত সচিব এওয়াইএম গোলাম কিবরিয়া এবং প্রকল্প পরিচালক এম এ কামাল বিল্লাহ বক্তৃতা করেন। অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক, মোঃ আবুল কালাম আজাদ, অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত, ফজিলাতুন নেসা ইন্দিরা প্রমুখ বক্তৃতা করেন। হুইপ মোঃ আতিউর রহমান আতিক, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহবুব আরা বেগম গিনি, বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতিবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
×