ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার ফল প্রকাশ

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

প্রকাশিত: ০৫:৩৭, ১৮ জুলাই ২০১৭

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। তবে রাইসিনা হিলসের পরবর্তী বাসিন্দা কে? এর উত্তর পাওয়া যাবে আগামী বৃহস্পতিবার। এবারের রাষ্ট্রপতি নির্বাচনে লড়ছেন ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ’র প্রার্থী রামনাথ কোবিন্দ আর বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের প্রার্থী লোকসভার সাবেক স্পীকার মীরা কুমার। ৭১ বছর বয়সী কোবিন্দ বিহারের সাবেক রাজ্যপাল ও প্রখ্যাত আইনজীবী ছিলেন। অপরদিকে ৭২ বছর বয়সী মীরা কুমার সাবেক আইনজীবী ও ঝানু কূটনীতিক ছিলেন। মীরা কুমারের বাবা বাবু জগজ্জীবন রাম ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় সদস্য ও উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রামনাথ কোবিন্দ ও মীরা কুমার উভয়েই ভারতের দলিত সম্প্রদায়ের লোক। খবর এনডিটিভি, বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। রামনাথ কোবিন্দ ও মীরা কুমারের মধ্যে লড়াই হলেও অঙ্কের হিসাবে কোবিন্দই এগিয়ে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোবিন্দের পক্ষে প্রায় ৬২ শতাংশ ভোট পড়তে পারে। সোমবার প্রথমে ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর ভোট ভোট দেন বিজেপি সভাপতি অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতীরা। এরপর ভোট দেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও। পার্লামেন্টের ১৬নং কক্ষে ভোটগ্রহণ হয়। এছাড়া ভারতের আরও ৩২টি জায়গায় ভোটগ্রহণ চলে। ২৪ জুলাই বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর মেয়াদ শেষ হবে। এরপর শপথগ্রহণ করবেন পরবর্তী রাষ্ট্রপতি। প্রফুল্ল প্যাটেল নামে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা বলেন, জটিল অঙ্ক কষার দরকার নেই, রামনাথ কোবিন্দ বড় ব্যবধানে রাষ্ট্রপতি পদে জয়ী হবেন। ৫ আগস্ট উপ-রাষ্ট্রপতি নির্বাচন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী এম ভেঙ্কাইয়া নাইডুকে ৫ আগস্টের উপ-রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি প্রার্থী মনোনীত করা হয়েছে। অন্যদিকে মহাত্মা গান্ধীর নাতি গোপাল কৃষ্ণ গান্ধী হয়েছেন বিরোধী দলের উপ-রাষ্ট্রপতি প্রার্থী। কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মঙ্গলবার মনোনয়নপত্র দাখিল করবেন। অন্যদিকে ভারতের বিরোধীদলসমূহ গোপাল কৃষ্ণ গান্ধীকে তাদের উপ-রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে।
×