ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বজিত হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপীলের রায় ৬ আগস্ট

প্রকাশিত: ০৫:৩৪, ১৮ জুলাই ২০১৭

বিশ্বজিত হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপীলের রায় ৬ আগস্ট

স্টাফ রিপোর্টার ॥ বহুল আলোচিত পুরান ঢাকার দর্জির দোকানের কর্মচারী বিশ্বজিত দাস হত্যা মামলায় নিম্ন আদালতের দেয়া মৃত্যুদ-ের অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আসামিদের করা আপীলের ওপর আগামী ৬ আগস্ট রায় দেবেন হাইকোর্ট। ওইদিন জানা যাবে বিশ্বজিত দাস হত্যা মামলায় নিম্ন আদালতের দেয়া ২১ আসামির সাজা হাইকোর্টে বহাল থাকবে কিনা। হজের জন্য পুলিশ প্রতিবেদনে জীবিত এক ব্যক্তিকে মৃত দেখানোর ব্যাখ্যা দিতে আখাউড়া থানার ওসিকে তলব করেছে হাইকোর্ট। রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে করা দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু এবং এক মামলায় দলের চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে ছয় মাসের জামিন দিয়েছেন আদালত। অন্যদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানকে বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। এদিকে রাজধানীর গে-ারিয়া থানার শরৎগুপ্ত রোডের ৩৮ নম্বরে অবস্থিত সাংবাদিক, সাহিত্যসেবী ও বেগম পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের বাড়িটি ‘নাসির উদ্দিন স্মৃতি ভবন’ নামে হেরিটেজ হিসেবে সংরক্ষণের জন্য রিট আবেদন করেছেন এক আইনজীবী। বহুল আলোচিত বিশ্বজিত দাস হত্যা মামলায় ডেথ রেফারেন্সের রায় ঘোষণা করা হবে ৬ আগস্ট। বিচারপতি মোঃ রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ সোমবার এ আদেশ দেন। গত ১৬ মে বিশ্বজিত দাস হত্যা মামলায় মৃত্যুদ-ে দ-িত আসামিদের ডেথ রেফারেন্স ও আপীল শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল নজিবুর রহমান। আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও শাহ আলম। আদেশের পর ডেপুটি এ্যাটর্নি জেনারেল নজিবুর পরে সাংবাদিকদের বলেন, ‘আটটি আপীল, সাতটি জেল আপীল ও ডেথ রেফারেন্সের উপর মোট ১৫ কার্যদিবস শুনানি হয়েছে। সাক্ষীদের জবানবন্দী ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারিক আদালত যে সাজা দিয়েছিল আমরা যুক্তিতর্কে সেগুলো তুলে ধরে দ- বহাল রাখার আরজি জানিয়েছি।’ বহুল আলোচিত বিশ্বজিত দাস হত্যা মামলায় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ২১ আসামির মধ্যে ৮ জনকে মৃত্যুদ- ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদ- দেয় বিচারিক আদালত। ঢাকার চার নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক এ রায় ঘোষণা করেন। রায়ের এক সপ্তাহের মধ্যে বিশ্বজিত হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপীল করেন আসামিরা। মৃত্যুদ-প্রাপ্তরা হলেনÑ রফিকুল ইসলাম শাকিল, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জি এম রাশেদুজ্জামান শাওন, সাইফুল ইসলাম, কাইয়ুম মিঞা টিপু, রাজন তালুকদার ও মীর মোঃ নূরে আলম লিমন। যাবজ্জীবন কারাদ- প্রাপ্তরা হলেনÑ এএইচএম কিবরিয়া, ইউনুস আলী, তারিক বিন জোহর তমাল, গোলাম মোস্তফা, আলাউদ্দিন, ওবায়দুর কাদের তাহসিন, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল-আমিন, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, মোশাররফ হোসেন ও কামরুল হাসান। এছাড়া তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদ-ও দেয়া হয়। আসামিদের মধ্যে মৃত্যুদ-াদেশ পাওয়া রাজন ও লিমন এবং যাবজ্জীবনের আসামি ইউনুস, তমাল, আলাউদ্দিন, তাহসিন, ইমরান, আজিজ, আল-আমিন, রফিকুল, পাভেল, কামরুল ও মোশাররফ নিম্ন আদালতে রায়ের সময় পলাতক ছিলেন। বিশ্বজিত দাস হত্যা মামলায় ২০১৩ সালের ৫ মার্চ ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ২১ আসামির মধ্যে ৮ জন কারাগারে এবং বাকিরা পলাতক। ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধ কর্মসূচী চলাকালে রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগের একটি মিছিল থেকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে খুন করে বিশ্বজিত দাসকে। শাখারীবাজারে বিশ্বজিতের একটি টেইলার্স ছিল। তিনি থাকতেন লক্ষ্মীবাজার। গ্রামের বাড়ি শরীয়তপুর। এ হত্যার ঘটনায় রাজধানীর সূত্রাপুর থানায় মামলা করা হয়। এ হত্যার ঘটনা গণমাধ্যমে প্রকাশ ও প্রচার হলে তোলপাড় সৃষ্টি হয়। সে আলোকে দায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরসহ বিভিন্ন ব্যবস্থা নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওসিকে তলব হজের জন্য পুলিশ প্রতিবেদনে জীবিত এক ব্যক্তিকে মৃত দেখানোর ব্যাখ্যা দিতে আখাউড়া থানার ওসিকে তলব করেছে হাইকোর্ট। আগামী ২৩ জুলাই হাইকোর্টে হাজির হয়ে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোঃ আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। পুলিশ প্রতিবেদনে জীবিত ব্যক্তিতে মৃত দেখানো কেন বেআইনী হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব, ধর্ম সচিব, পুলিশ প্রধান, ব্রাক্ষণবাড়িয়ার এসপি ও আখাউড়া থানার ওসিকে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বুলু ও ফারুকের জামিন রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে করা দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু এবং এক মামলায় দলের চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন সংক্রান্ত পৃথক আবেদন শুনানি করে বিচারপতি মোঃ রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব। আদেশ স্থগিত নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানকে বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক আবেদন শুনানি করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সাকিব মাহবুব। একই সঙ্গে এই বরখাস্তের আদেশ কেন স্থগিত করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে গত ৫ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার বরখাস্তের বিষয়টি জানানো হয়। রিট দায়ের রাজধানীর গে-ারিয়া থানার শরৎগুপ্ত রোডের ৩৮ নম্বরে অবস্থিত সাংবাদিক, সাহিত্যসেবী ও বেগম পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের বাড়িটি ‘নাসির উদ্দিন স্মৃতি ভবন’ নামে হেরিটেজ হিসেবে সংরক্ষণের জন্য রিট আবেদন করেছেন এক আইনজীবী। সোমবার নাসির উদ্দিনের নাতনী ফ্লোরা নাসরিন খানের পক্ষে সুপ্রীমকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এই রিট করেন। এর আগে গত ১২ জুলাই বহুল স্মৃতিজড়িত নাসির উদ্দিন ভবনটি হেরিটেজ হিসেবে সংরক্ষণের জন্য একটি নোটিস পাঠানো হয়। নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট করা হবে বলে জানানো হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সচিব, প্রতœতত্ত্ব বিভাগের মহাপরিচালক, বাংলাদেশ পুলিশের মহাপরিচালকসহ মোট নয়জনকে ওই নোটিসের অনুলিপি পাঠানো হয়।
×