ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধামাচাপার চেষ্টা

পটিয়ায় বাক প্রতিবন্ধী ধর্ষিত ॥

প্রকাশিত: ০৫:২১, ১৮ জুলাই ২০১৭

পটিয়ায় বাক প্রতিবন্ধী ধর্ষিত ॥

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৭ জুলাই ॥ পটিয়া বাকপ্রতিবন্ধী যুবতী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষিতা রুমিকে (ছদ্মনাম) সোমবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ফরেন্সিক বিভাগে ভর্তি করা হয়েছে। পৌরসভার ১নং ওয়ার্ডের আল্লাই গ্রামে এ ঘটনা ঘটে। লম্পট আবুল কাশেম পলাতক রয়েছে। বাকপ্রতিবন্ধী যুবতী ধর্ষণের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে এলাকার কিছু যুবক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ধর্ষিতার মা শহর বানু বাদী হয়ে পটিয়া থানায় মামলা করেছেন। জানা গেছে, পৌরসভার ১নং ওয়ার্ডের আল্লাই গ্রামের বাকপ্রতিবন্ধী যুবতীকে একা পেয়ে একই এলাকার লম্পট কাশেম রবিবার দুপুরে ধর্ষণ করে। ধর্ষণের বিষয়টি ওই যুবতী তার মা ও বাবাকে ইশারায় জানান। ঘটনাটি জানাজানি হলে লম্পট কাশেম এলাকার যুবলীগ ও ছাত্রলীগের কয়েক কর্মীর মাধ্যমে ধামাচাপা দিতে চেষ্টা করে। রাতে পুলিশ খবর পেয়ে ধর্ষিতাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষিতার মা জানিয়েছেন, ঘটনা প্রকাশ হওয়ার পর এলাকার কিছু যুবক তাদের চাপ সৃষ্টি করছে। যাতে কোন মামলা মোকদ্দমা না করি। ধর্ষিতার মা বলেন, ঘটনার সময় তিনি ঘরে ছিলেন না। একই এলাকার আবুল কাশেম তাদের ঘরে দুধ দিতে গিয়ে তার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে। এ ব্যাপারে আবুল কাশেমের স্ত্রী হালিমা খাতুন বলেন, তার স্বামীর বয়স ৭২ বছর। ৬ ছেলে ৬ মেয়ে নিয়ে তাদের সংসার। স্বামী কাশেম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। ধর্ষণের ঘটনাটি মনে হয় সাজানো।
×