ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরের চার ওয়ার্ড কাউন্সিলর জামিনে মুক্ত

প্রকাশিত: ০৫:২১, ১৮ জুলাই ২০১৭

গাজীপুরের চার ওয়ার্ড কাউন্সিলর জামিনে মুক্ত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের নাশকতার মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত ৬ ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে ৪ জন কাউন্সিলর জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। কারাগার থেকে জামিনে মুক্তিপ্রাপ্তরা হলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তানভীর আহমেদ, ২৬ নম্বর ওয়ার্ডের হান্নান মিয়া হান্নু, ২০ নম্বর ওয়ার্ডের শহিদুল ইসলাম ও ১৫ নম্বর ওয়ার্ডের ফয়সাল আহমেদ সরকার। গাজীপুর জেলা কারাগারের জেলার ফোরকান ওয়াহিদ জানান, উল্লেখ্য হাইকোর্টের দেয়া চারজনের জামিনের কাগজপত্র রবিবার বিকেলে কারাগারে পৌঁছানোর পর ওই চারজনকে কারাগার থেকে জামিনে মুক্তি দেয়া হয়। তবে সোমবার বিকেল পর্যন্ত কারাবন্দী অপর দু’আসামি গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সফিউদ্দিন ও ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আলেকের জামিনের কাগজপত্র কারাগারে না পৌঁছানোর কারণে তারা মুক্তি পাননি। উল্লেখ্য, গত ২০১৬ সালের ১৫ এপ্রিল রাতে জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা-চৌরাস্তা এলাকায় দুষ্কৃতকারীরা নাশকতা করার উদ্দেশ্যে কালিয়াকৈর-গাজীপুর রুটে চলাচলকারী কেপি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগ করে এবং রাস্তায় গাড়ি ভাংচুর করে।
×