ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিএনডির অভ্যন্তরেরজলাবদ্ধতা নিরসন দাবি

প্রকাশিত: ০৫:১২, ১৮ জুলাই ২০১৭

ডিএনডির অভ্যন্তরেরজলাবদ্ধতা নিরসন দাবি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) প্রজেক্ট (বাঁধ) অভ্যন্তরে জলাবদ্ধতা দ্রুত ও স্থায়ীভাবে নিরসনের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ, মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা শাখার যৌথ উদ্যোগে এসব কর্মসূচী পালন করা হয়। সকালে নগরীর চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ডিএনডি এলাকার অভ্যন্তরে অবস্থিত বেদখল হয়ে যাওয়া সকল খাল ও জলাশয় উদ্ধার, পানি নিষ্কাশনের কাজে ব্যবহৃত অকেজো পাম্পগুলো সচল করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, পরিকল্পিত ড্রেন ও রাস্তাগুলো সংস্কার ও একনেকে পাস হওয়া প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দ্রুত জলাবদ্ধতা নিরসনের দাবি জানান। সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে তাদের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেনÑ সিপিবির জেলা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাশ, জেলা কমিটির নেতা আবু নাঈম খান বিপ্লব, সিপিবির জেলা নেতা ইকবাল হোসেন।
×