ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষ ॥ নিহত ১ আহত ১০

প্রকাশিত: ০৫:১২, ১৮ জুলাই ২০১৭

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষ ॥ নিহত ১ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৭ জুলাই ॥ শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার সকালে দুপক্ষের সংঘর্ষে আইয়ুব আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে নারীসহ আহত হয় কমপক্ষে ১০ জন। তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার মূলহোতা আলতাব মাদবরসহ ৭ জনকে আটক করেছে শিবচর থানা পুলিশ। জানা গেছে, শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাড়ে বিশরশি নাজিমউদ্দিনকান্দি গ্রামের মেম্বার ইলিয়াস মাদবর ও একই এলাকার ইউপি নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থী আলতাফ মাদবরের সঙ্গে গত ইউপি নির্বাচন থেকেই বিরোধ চলে আসছিল। ঐ বিরোধের জের ধরে সোমবার সকালে মাদবরেরচর ইউনিয়নে নাসিরের মোড় এলাকায় আইয়ুব আলী বাজার করতে গেলে প্রতিপক্ষ হামলাকারীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা আইয়ুব আলীকে ধরে নিয়ে যায় এবং পিটিয়ে ও পা দিয়ে পিষে হত্যা করে বলে নিহতের পরিবারের সদস্যরা জানায়। এ ঘটনায় আরও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এরা ফরিদপুর মেডিক্যাল ও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন- রহিম মাদবর, জলিল ফকির, হাবিব মাদবর, লাইলী বেগম, আফজাল ফকির, তৈয়বালী মাদবর। নিহত আইয়ুব আলী সাড়ে বিশরশি গ্রামের শহর আলী মাদবরের ছেলে। পুলিশ জানায়, মাদবরেরচর ইউনিয়নে নাসিরের মোড় এলাকায় নিহত আইয়ুব আলী বাজার করতে গেলে হামলাকারীদের সঙ্গে কথা কাটাকাটি বাধে। একপর্যায়ে নিহত আইয়ুব আলীকে ধরে নিয়ে হামলাকারীরা অতর্কিত হামলা চালিয়ে হত্যা করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।
×