ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাস্টমসের গুদামে ইঁদুর এলাচ খায়!

প্রকাশিত: ০৫:১১, ১৮ জুলাই ২০১৭

কাস্টমসের গুদামে ইঁদুর এলাচ খায়!

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৭ জুলাই ॥ আটক এক শ’ বস্তা কালো এলাচ সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগ বৈধ বলে ঘোষণা করে তা প্রকৃত মালিকের কাছে ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে। সে মোতাবেক প্রকৃত মালিকের কাছে এলাচ ফেরত দিয়েছে শুল্ক বিভাগ। তবে এ সময়ের মধ্যে ৭৪৪ কেজি এলাচ শুল্ক বিভাগের পেটে চলে গেছে, যার বর্তমান বাজারমূল্য ১০ লাখ ৪১ হাজার ৬শ’ টাকা। জানা গেছে, গত বছরের ১৮ অক্টোবর নওগাঁ সদর উপজেলার চক জাফরাবাদ গ্রামের (ডাক্তারের মোড়) সার ব্যবসায়ী আব্দুল খালেকের গোডাউন থেকে ডিবি পুলিশ এক শ’ বস্তা কালো এলাচ আটক করে। প্রতিটি বস্তায় ২০ কেজি করে এলাচ ছিল। আটক এলাচের মূল্য কাস্টমস বিভাগ ৩০ লাখ টাকা বলে উল্লেখ করে। ওই সময় আব্দুল খালেক দাবি করেছিলেন, এগুলো বৈধভাবে সনোম এন্টারপ্রাইজ, সান্তাহার রোড, বগুড়া থেকে কেনা। প্রতিটি বস্তার ওপর ওই প্রতিষ্ঠানের নাম এবং মোবাইল নম্বর উল্লেখ ছিল। সে সময় আব্দুল খালেককে গ্রেফতারসহ এলাচ আটক করা হয়। এগুলোর মধ্যে এক বস্তা আদালতে নমুনা হিসেবে পাঠানো হয় এবং ৯৯ বস্তা এলাচ পতœীতলা কাস্টমস অফিসে জমা করা হয়, যার ওজন ১৯৮০ কেজি। কাস্টমস অফিস ১৯৮০ কেজি এলাচ গ্রহণ করে। হাইকোর্টের আদেশ মোতাবেক রবিবার পতœীতলা কাস্টমস অফিস থেকে আব্দুল খালেকের কাছে এলাচ ফেরত দেয়া হয়। এ সময় জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) এবং কাস্টমস কর্মকর্তা সুভাষ চন্দ্র মজুমদার উপস্থিত ছিলেন।
×