ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিও হিসাব হালনাগাদের আহ্বান জানিয়েছে মেঘনা লাইফ

প্রকাশিত: ০৩:৫৪, ১৮ জুলাই ২০১৭

বিও হিসাব হালনাগাদের আহ্বান জানিয়েছে মেঘনা লাইফ

পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের বিও হিসাব, ঠিকানা ও মোবাইল নম্বরের মতো তথ্যগুলো হালনাগাদের আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে রেকর্ড ডেটের আগেই ১২ ডিজিটের কর শনাক্তকরণ (ই-টিন) নম্বর হালনাগাদেরর আহ্বান জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোন শেয়ারহোল্ডার যদি রেকর্ড ডেটের আগে টিআইএন নম্বর হালনাগাদ করতে ব্যর্থ হয়, তাহলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিজ্ঞপ্তি অনুযায়ী, তাদের লভ্যাংশ থেকে কর কাটা হবে। এছাড়া বিশেষ অংশীদারদের ব্যাংক হিসাবগুলোও প্রয়োজন অনুযায়ী হালনাগাদ করা হবে। ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস। -অর্থনৈতিক রিপোর্টার লভ্যাংশ পাঠিয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিও এ্যাকাউন্টে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত ১২ জুলাই এই লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিও এ্যাকাউন্টে পাঠায় কোম্পানিটি। ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর পুরোটাই বোনাস। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। আর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ৭৭ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×