ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লন্ডনে হিজাব পরা নারীর ওপর হামলা ॥ হেট ক্রাইম হিসেবে তদন্ত

প্রকাশিত: ০৩:৪০, ১৮ জুলাই ২০১৭

লন্ডনে হিজাব পরা নারীর ওপর হামলা ॥ হেট ক্রাইম হিসেবে তদন্ত

ব্রিটেনের একটি টিউব স্টেশনে একজন মহিলার হিজাব টেনে খোলার চেষ্টার ঘটনার তদন্ত করছে পুলিশ। ওই ঘটনাকে হেট ক্রাইম (ঘৃণাজনিত আক্রমণ) বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি অনলাইনের। ওয়েস্টমিনিস্টার শহরের বেকার স্ট্রিটে শুক্রবার রাতে আনিসো আব্দুল কাদির একটি ট্রেনের জন্য দাঁড়িয়ে ছিলেন। এমন সময় হামলার মুখে পড়েন তিনি। পরে টুইটারে তিনি সন্দেহভাজন হামলাকারীর একটি ছবি দেন এবং সবাইকে সেটি শেয়ার করার জন্য অনুরোধ করেন। আব্দুল কাদির টুইট করেছেন, এই লোকটি বেকার স্ট্রিটে আমার হিজাব টেনে খুলে ফেলতে চাচ্ছিল এবং যখন আমি শক্ত করে আমার স্কার্ফটি ধরে রাখার চেষ্টা করছিলাম তখন সে আমাকে আঘাত করে। তিনি আরও লেখেন, সে (হামলাকারী) আমাকে ও আমার বন্ধুদের গালাগাল করে। তাদের মধ্যে একজনকে দেয়ালে ঠেকিয়ে মুখে থুথু ছিটায়। আব্দুল কাদিরের এই পোস্ট ২৪ হাজারেরও বেশি টুইটারে শেয়ার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ নিশ্চিত করেছে। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, এটা হেট ক্রাইম (ঘৃণাজনিত আক্রমণ) হিসেবে তদন্ত করা হচ্ছে। এ ধরনের আচরণ সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং তা কোনভাবেই প্রশ্রয় দেয়া হবে না। ঘোড়ার মাংস বিক্রেতা চক্র ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পুলিশ বাহিনী ইউরোপোল স্পেনসহ কয়েকটি দেশে অভিযান চালিয়ে ঘোড়ার মাংস বিক্রেতার একটি চক্রকে ভেঙ্গে দিয়েছে। এ চক্রটি সারা ইউরোপে গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি করে আসছিল। পুলিশ বলছে, এসব মাংস মানুষের খাওয়ার উপযোগী নয়। ইউরোপের আটটি দেশে চার বছর ধরে তদন্তের পর এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হলো। -ওয়াশিংটন পোস্ট বিশালাকার ড্রোন নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিশালাকারের একটি ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে চীন। চাইহং ৫ নামের এ ড্রোনের একেকটি পাখা ২১ মিটার লম্বা এবং এটা এক টনের বেশি ওজন বহন করতে সক্ষম। এ ড্রোন একটানা ৬০ ঘণ্টা আকাশে উড়তে এবং ১০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। এ দিয়ে গোয়েন্দাগিরি ও শত্রু অবস্থানে হামলা, নজরদারি এবং টহল দেয়া যাবে। -গ্লোবাল টাইমস
×