ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইফায় আলিয়ার বাজিমাত

প্রকাশিত: ০৩:৩৫, ১৮ জুলাই ২০১৭

আইফায় আলিয়ার বাজিমাত

সংস্কৃতি ডেস্ক ॥ নিউইয়র্কে এক তারা ঝলমলে অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হলো আইফা এ্যাওয়ার্ডসের আসর। এবারের আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জনসহ নাচ-গানের মাধ্যমে দর্শক মাতিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এলেন আলিয়া ভাট। ২০১৬ সালের অন্যতম আলোচিত ‘উড়তা পাঞ্জাব’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন আলিয়া। এছাড়াও বছরের সেরা স্টাইল আইকনের এ্যাওয়ার্ডও জেতেন তিনি। এই চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শহীদ কাপুর। সেরা নবাগত অভিনেতার পুরস্কার অর্জন করেছেন দিলজিত দোসাঞ্জ। সেরা প্লেব্যাক গায়িকার পুরস্কার জিতেছেন কনিকা কাপুর। ‘উড়তা পাঞ্জাব’ চলচ্চিত্রের পর পুরস্কার সংখ্যার দিক দিয়ে আলোচিত আরেক চলচ্চিত্র হলো ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’। এই চলচ্চিত্রের জন্য সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন দিশা পাটানি। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অনুপম খের। সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘নিরজা’। শাবানা আজমি পুরস্কৃত হয়েছেন পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী হিসেবে। খল চরিত্রে সেরা হয়েছেন এই চলচ্চিত্রের জিম সরভ। ‘পিঙ্ক’ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। এই চলচ্চিত্রের অভিনেত্রী তাপসি পান্নু পেয়েছেন ‘ওম্যান অফ দ্য ইয়ার’ নামের বিশেষ পুরস্কার। ‘এয়ারলিফ্ট’ চলচ্চিত্রের জন্য সেরা প্লেব্যাক গায়কের পুরস্কার পেয়েছেন তুলসী কুমার। ‘এ্যায় দিল হ্যায় মুশকিল’ চলচ্চিত্রের জন্য সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার অর্জন করেছেন প্রীতম। এই চলচ্চিত্রের জন্য সেরা গীতিকারের পুরস্কার জিতেছেন অমিতাভ ভট্টাচার্য ও অমিত মিশ্র। কমিক চরিত্রে সেরা অভিনেতা হয়েছেন বরুণ ধাওয়ান ‘ঢিসুম’ চলচ্চিত্রের জন্য। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই এ্যাওয়ার্ড অনুষ্ঠানে নাচে-গানে দর্শকদের মাতিয়ে রাখেন ক্যাটরিনা কাইফ, সালমান খান, বরুণ ধাওয়ান, শহীদ কাপুরদের মতো তারকারা। ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে এ আর রাহমান এই আসরে এক কনসার্টে অংশ নেন ।
×