ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন অমিতাভ রেজা

প্রকাশিত: ০৩:৩৪, ১৮ জুলাই ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন অমিতাভ রেজা

স্টাফ রিপোর্টার ॥ প্রথম চলচ্চিত্রেই বাজিমাত করেছিলেন পরিচালক অমিতাভ রেজা। গত বছর নিজের পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’ মুক্তির পর চলচ্চিত্র পরিচালক হিসেবেও ব্যাপক প্রশংসা পান তিনি। জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা হিসেবে তার সুনাম রয়েছে বহু আগে থেকেই। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ফিল্ম এ্যান্ড টেলিভিশন’ বিভাগের শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন তিনি। অমিতাভ রেজা বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ফিল্ম এবং টেলিভিশন’ বিভাগে পার্টটাইম শিক্ষক (এ্যাডজান্ট ফ্যাকাল্টি) হিসেবে যোগ দিয়েছি। এবং ক্লাস নিচ্ছি। আমার এতদিনের কর্মজীবনের অভিজ্ঞতা থেকে টেলিভিশন ও চলচ্চিত্রের শিক্ষার্থীদের নতুন কিছু শেখানোর চেষ্টা করব। এদিকে ‘আয়নাবাজি’র পর অমিতাভ রেজা ‘রিকশা গার্ল’ নামে নতুন একটি চলচ্চিত্র বানানোর প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে, ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের কিশোর উপন্যাস ‘রিকশা গার্ল’ অবলম্বনে তিনি এ চলচ্চিত্র নির্মাণ করবেন। উপন্যাসটির ছায়া অবলম্বনে চলচ্চিত্রের চিত্রনাট্য লিখছেন শর্বরী জোহরা আহমেদ। তার আরেকটি পরিচয় হলো, প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র চিত্রনাট্যকারদের একজন তিনি। চলচ্চিত্রটি প্রযোজনা করবেন মার্কিন প্রযোজক এরিক জে এ্যাডামস। এই চলচ্চিত্রে দেশের অভিনয় শিল্পীরা তো থাকবেনই, পাশাপাশি অন্য দেশের কয়েকজন শিল্পীও নিতে চান এই নির্মাতা। অমিতাভ রেজা ১৯৭৬ সালের ১ অক্টোবর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় তার নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ভারতের বিখ্যাত পুনে ইনস্টিটিউটে অর্থনীতি বিভাগে ভর্তি হয়েছিলেন। কিন্তু চলচ্চিত্রের প্রতি প্রচ- আগ্রহের কারণে এ বিষয়ের পরিবর্তে ফিল্ম এ্যান্ড টেলিভিশন নিয়ে পড়াশোনা করেন। ২০০১ সাল থেকে তিনি শুরু করেন বিজ্ঞাপন ও নাটক নির্মাণ। সর্বশেষ গত বছর ‘আয়নাবাজি’ নামে প্রথম চলচ্চিত্র পরিচালনা করেন। এ ছবিতে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, পার্থ বড়ুয়া, নাবিলা প্রমুখ।
×