ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভুল স্বীকার করায় ৫৭ ধারার মামলা থেকে নিষ্কৃতি পাচ্ছেন অধ্যাপক ফাহমিদুল হক

প্রকাশিত: ০৮:১০, ১৭ জুলাই ২০১৭

ভুল স্বীকার করায় ৫৭ ধারার মামলা থেকে নিষ্কৃতি পাচ্ছেন অধ্যাপক ফাহমিদুল হক

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করায় বিভাগের একাডেমিক কমিটির মধ্যস্থতায় অবশেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলা থেকে রেহাই পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক। ফাহমিদুল হকের দুঃখ প্রকাশের পরিপ্রেক্ষিতে মামলা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাদী একই বিভাগের অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ। রবিবার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জানা যায়, বিভাগের ফল প্রকাশ বিলম্ব হওয়ায় ফল প্রত্যাশী শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে একাধিক পোস্ট করেছিলেন অধ্যাপক ফাহমিদুল হক। সেই সঙ্গে তিনি ফল প্রকাশ বিলম্ব হওয়ার জন্য অধ্যাপক আবুল মনসুর আহাম্মদকে দায়ী করে ফেসবুকে লেখালেখি করেন। এই ঘটনায় অধ্যাপক ফাহমিদুলের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় শাহবাগ থানায় মানহানির মামলা করেন অধ্যাপক মনসুর।
×