ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোডম্যাপ দিয়েরাজনৈতিক সঙ্কটের সমাধান হবে না ॥ ফখরুল

প্রকাশিত: ০৭:৩৯, ১৭ জুলাই ২০১৭

রোডম্যাপ দিয়েরাজনৈতিক সঙ্কটের সমাধান হবে না ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রোডম্যাপ দিয়ে রাজনৈতিক সঙ্কটের সমাধান করা যাবে না। এর সমাধান করতে হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। এ জন্য প্রয়োজন হবে নির্বাচনকালীন সহায়ক সরকার। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণার পর সাংবাদিকদের কাছে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সহায়ক সরকার গঠনের জন্য আলোচনার প্রয়োজন বলে আমরা মনে করি। সেই দিক থেকে রোডম্যাপ দেয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল। মির্জা ফখরুল বলেন, আমরা বার বার বলছি নির্বাচনকালীন সহায়ক সরকারের বিষয়টি এখনও ঠিক না করা একটি রাজনৈতিক সঙ্কট। রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমেই এর সমাধান করতে হবে। নির্বাচনের জন্য রোড তো থাকতেই হবে। তবে এখন পর্যন্ত আমরা কোন রোড দেখতে পাচ্ছি না। আর ম্যাপ তো পরের প্রশ্ন। এটি একটি স্পর্শকাতর বিষয়। নির্বাচন কমিশনের ডাকা আলোচনায় বিএনপি অংশগ্রহণ করবে কি না এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক যত পদ্ধতি আছে সেগুলোতে আমরা যেতে চাই। তবে এটি নির্ভর করছে নির্বাচন কমিশন এবং সরকারের সদিচ্ছার ওপর। তারা আমাদের সে পথে যেতে দিতে চায় কি না? অপর এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে কথা বলে নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপের বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পরে দেয়া হবে। এ সময় মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দু সালাম, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ। মশক নিধনে ঢাকার দুই সিটি কর্পোরেশন ব্যর্থ- রিজভী মশক নিধনে ঢাকার দুই সিটি কর্পোরেশন ব্যর্থ বলে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন মশক নিধনে বরাদ্দ শত শত কোটি টাকা গেল কোথায়? রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত স্থাপনে ব্যর্থ হয়েছে। প্রতিবার আওয়ামী লীগ সরকারের আমলে যে ধরনের নির্বাচন হয় তার কোন ব্যতিক্রম ঘটাতে পারেনি নির্বাচন কমিশন। স্থানীয় সরকারের নির্বাচনেও ভোটকেন্দ্র দখল, লুটপাট, রক্তপাতের ঘটনা ঘটিয়ে প্রতিপক্ষ বিএনপির ও সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেয়া হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।
×