ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কারাবন্দী দিবস পালন

কাঁটা তুলে গণতন্ত্রের পথ বার বার সাফ করেছে আওয়ামী লীগই ॥ মতিয়া

প্রকাশিত: ০৭:১৯, ১৭ জুলাই ২০১৭

কাঁটা তুলে গণতন্ত্রের পথ বার বার সাফ করেছে আওয়ামী লীগই ॥ মতিয়া

বিশেষ প্রতিনিধি ॥ সন্ত্রাস, জঙ্গীবাদ ও নির্বাচন ভ-ুলের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেয়ার প্রত্যয় এবং আলোচনা সভা ও স্মৃতিচারণসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে রবিবার আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, কাঁটাতুলে গণতন্ত্রের রাস্তা বার বার আওয়ামী লীগই পরিষ্কার করেছে। যদিও দলটির নেতারা বিভিন্ন সময় ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মিলিয়েছে, কিন্তু কর্মীরা সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আর মামলার ভয়ে খালেদা জিয়া এখন লন্ডনে গিয়ে উঠেছেন। মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজের মামলা সাহসের সঙ্গে মোকাবিলা করেছেন। কিন্তু বিএনপি নেত্রী খালেদা জিয়া তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মামলা মোকাবিলার ভয়ে লন্ডনে গিয়ে উঠেছেন। বিএনপি অচিরেই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ হতে চলেছে। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নাম উল্লেখ না করে তিনি বলেন, যারা ধমক খেয়ে গুটিয়ে দেশ থেকে পালিয়ে যান, তাদের পক্ষে বাংলাদেশের রাজনীতি করা সম্ভব নয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, নগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আবু আহমেদ মান্নাফী প্রমুখ। খালেদা জিয়া জঙ্গীবাদের নেত্রী- রেলপথ মন্ত্রী রেলপথ মন্ত্রী মুজিবুল হক খালেদা জিয়া জঙ্গীবাদের নেত্রী হিসেবে আখ্যায়িত করে বলেছেন, বাংলাদেশে যত জঙ্গী আছে সব বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গী। খালেদা জিয়া ২০০৬ সালে শিক্ষকদের ওপর নির্যাতন করিয়েছেন। তিনি একজন নির্যাতনকারী, জঙ্গীবাদের নেত্রী; দেশে যত জঙ্গী আছে সব তাঁর সঙ্গি। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, আমরা বিএনপি নেত্রীকে নির্বাচনে আসতে বলেছিলাম কিন্তু তিনি না এসে ধ্বংসাত্মক কর্মকা- করলেন। তিনি বোমা মারলেন, পেট্রোল বোমা মারলেন, মানুষ হত্যা করলেন, ইঞ্জিন পোড়ালেন। তিনি ট্রেনে পেট্রোল বোমা মেরে যাত্রী হত্যা করেছেন, ট্রেনের বগি পুড়িয়েছেন, পুলিশ হত্যা করেছেন, বাসের চালক হত্যা করেছেন। আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্ব আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ। এদিকে দিবসটি পালন বিকেলে যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। আরও বক্তব্য রাখেন যুবনেতা সহিদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান হিরন, আবদুস সাত্তার মাসুদ, আতাউর রহমান, বেলাল হোসাইন, এবিএম আমজাদ হোসেন প্রমুখ।
×