ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লাশ হয়ে ফিরলেন আট দর্শক

প্রকাশিত: ০৬:২০, ১৭ জুলাই ২০১৭

লাশ হয়ে ফিরলেন আট দর্শক

স্পোর্টস রিপোর্টার ॥ এসেছিলেন পছন্দের দলের ফুটবল ম্যাচ দেখতে কিন্তু ফিরলেন লাশ হয়ে। স্টেডিয়ামের দেয়াল ধসে প্রাণ হারালেন আটজন। এমন ঘটনা ঘটেছে সেনেগালের রাজধানী ডাকারে। মোট আহতের সংখ্যা সুর্নিদিষ্ট করে না জানালেও প্রায় ৬০ জনকে নেয়া হয়েছে হাসপাতালে। ঘটনাটা গত শনিবার দিবাগত রাতের। সেনেগালের রাজধানী ডাকারের ডেম্বা ডিওপ স্টেডিয়ামে লীগ কাপের ফাইনালে এদিন মুখোমুখি হয় স্টাডে ডি এমবুর এবং ইউনিয়ন স্পোর্টিভ ওয়াকাম। ম্যাচ শেষে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ছিল ১-১ গোলে ড্র। এর ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত স্টাডে ডি এমবুর ২-১ গোলে ম্যাচটা নিজেদের করে নেয়। তবে এদিন আর জয়োৎসব করতে পারেনি তারা। কেননা ম্যাচের শেষের বাঁশি বাজতেই যে পুরো স্টেডিয়ামজুড়ে রণক্ষেত্রে রূপ নেয়। দুই দলের সমর্থকদের মধ্যে শুরু হয় হাতাহাতি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। আর তাতেই বাধে বিপত্তি। দর্শকরা আরও আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে দেয়াল টপকাতে গিয়ে বিপর্যয়ের মধ্যে পড়ে। তখনই এই দেয়াল ধসের ঘটনা ঘটে এবং আটজন সমর্থক প্রাণ হারান। সেনেগালের স্থানীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সেই টেরি এ্যাস্টন ভিলার অধিনায়ক স্পোর্টস রিপোর্টার ॥ চেলসির সঙ্গে প্রাণের সম্পর্ক সৃষ্টি হয়েছিল জন টেরির। মধ্যবর্তী দলবদলে সেই সম্পর্কের ইতি টেনেছেন সাবেক ইংলিশ অধিনায়ক। ২২ বছরের মায়াজাল ত্যাগ করে টেরি নাম লিখিয়েছেন এ্যাস্টন ভিলায়। মজার বিষয় হচ্ছে নতুন মিশনে এসে ক্লাবটির অধিনায়কের দায়িত্বও পেয়েছেন ৩৬ বছর বয়সী এই সেন্টার ব্যাক। এ্যাস্টন ভিলা শনিবার বিষয়টি নিশ্চিত করেছে। টেরি ভিলার অধিনায়ক হিসেবে ওয়েলসের সেন্ট্রাল ডিফেন্ডার জেমস চেস্টারের স্থলাভিষিক্ত হয়েছেন। ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে ২০১৭-১৮ মৌসুমে টেরির অধিনায়কত্বের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্ট্যামফোর্ড ব্রিজে দীর্ঘ ২২ বছর কাটানোর পরে গত মৌসুমের শেষে ইংল্যান্ডের সাবেক এই ডিফেন্ডার চেলসি থেকে বিদায় নেন। ব্লুজদের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে টেরি পাঁচটি প্রিমিয়ার লীগ, পাঁচটি এফএ কাপ ও ২০১২ সালের চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয় করেন। এ্যাস্টন ভিলার সঙ্গে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চেলসিতে দীর্ঘ সময় নেতৃত্ব দেয়া টেরি। গত মৌসুম পর্যন্ত চেলসিতে কাটানো ৩৬ বছর বয়সী এই আইকন প্রিমিয়ার লীগের বর্তমান শিরোপাসহ মোট ২২টি ট্রফি জয় করার পর সেখান থেকে বিদায় নিয়েছেন। টেরি চীনা ব্যবসায়ীর মালিকানাধীন ভিলায় ৬০ হাজার পাউন্ড বেতনে যোগ দিতে রাজি হয়েছেন। নিজেদের জার্সি পরিহিত টেরির একটি ছবি প্রকাশ করে ভিলা তাদের অফিসিয়াল টুইটারে লিখেছে, ‘স্বাগতম জন টেরি। টেরি আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন। বিস্তারিত পরে জানানো হবে।’ নতুন অতিথিকে সেরেনার চিঠি! স্পোর্টস রিপোর্টার ॥ নতুন অতিথিকে নিয়ে আবেগময় চিঠি লিখেছেন সেরেনা উইলিয়ামস। চিঠিতে গর্ভবতী অবস্থায় আগমনি সন্তানের প্রতি নিজের ভালবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে। গর্ভে থাকা সন্তানকে দেখতে যেন তর সইছে না তার। তাই মনকে সান্ত¡না দিতেই সন্তানের জন্য লিখে ফেলেছেন কয়েক লাইনের চিঠি। যে চিঠির প্রতিটি পরতে পরতে রয়েছে অফুরন্ত ভালবাসা ও আদর। চিঠিতে লেখা, ‘আমার প্রিয় বেবি, তুমি আমাকে সেই শক্তি দিয়েছ, আমার আছে যা আমি জানতাম না। তুমি আমাকে শান্ত থাকা ও শান্তির আসল মানে বুঝিয়েছো। আর অপেক্ষা করতে পারছি না তোমাকে দেখার। আগামী বছর তুমি প্লেয়ার্স বক্সে থাকবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাকে সঙ্গে নিয়ে আমি বিশ্বের এক নম্বর হয়েছি।’ বিশ্বের সবচেয়ে বেশি বয়সের সাবেক এক নম্বরের তরফ থেকে বিশ্বের সবচেয়ে কম বয়সের এক নম্বরের জন্য এই চিঠি, ...তোমার মা সেরেনা।
×