ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কলম্বো টেস্টে কঠিন চাপে স্বাগতিক শ্রীলঙ্কা

রাজার ব্যাটে জিম্বাবুইয়ের দাপট

প্রকাশিত: ০৬:১৯, ১৭ জুলাই ২০১৭

রাজার ব্যাটে জিম্বাবুইয়ের দাপট

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র ৫৯ রানে ৫ উইকেট হারিয়ে হঠাৎই দিশেহারা হয়ে পড়েছিল জিম্বাবুইয়ে। কে ভেবেছিল কলম্বো টেস্টে সেই তারাই এভাবে চালকের আসনে বসে যাবে? তৃতীয়দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ২৫২। সবমিলিয়ে ২৬২ রানের লিড গ্রায়েম ক্রেমারদের। দলকে ধংসস্তূপ থেকে টেনে দাপুটে অবস্থানে নিয়ে যাওয়ার রূপকার সিকান্দার রাজা ও ম্যালকম ওয়ালার। রাজা ৯৭ ও ওয়ালার ৫৭ রানে অপরাজিত রয়েছেন। ম্যাচের এখনও দু’দিন বাকি। দুই অতিথি ব্যাটসম্যানের দুরন্ত উইলোবাজিতে উল্টো চাপের মুখে লঙ্কানরা। এর আগে ৩৫৬’র জবাবে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট হয় দিনেশ চান্দিমালের দল। ২০০০ সালের পর এই প্রথম বিদেশের মাটিতে লিড নিয়ে শুরু করে জিম্বাবুইয়ে। রাজা-ওয়ালার কি সেটিকে ইতিহাস গড়ার পথে নিয়ে যাচ্ছেন? আজ চতুর্থদিনেই অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে। ১০ রান। হোক না ছোট। জিম্বাবুইয়ের জন্য এ প্রায় ভুলে যাওয়া এক স্বাদ। ২০০০ সাল থেকে গত ১৭ বছরে প্রতিপক্ষের মাঠে প্রথম ইনিংসে লিড তারা পেয়েছিল মাত্র চারবার। তিনবার বাংলাদেশের মাটিতে, আরেকবার ওয়েস্ট ইন্ডিজে। সেই তালিকায় যোগ হলো কলম্বো। কিন্তু রঙ্গনা হেরাথ টানা তিন ওভারে ৩ উইকেট তুলে নিয়ে চরম বিপদে পড়ে ক্রেমারের দল। একে একে সাজঘরে ফেরেন হ্যামিল্টন মাসাকাদজা (৭) রেগিস চাকাভা (৬) ও তারিসাই মুসকান্দা (০)। তৃতীয় দিনে লাঞ্চের আগে প্রথম ইনিংসে ১৬০ রানের ইনিংস খেলা ক্রেইগ অরভিন দিলরুয়ান পেরেরার শিকার হলে বিপদ আরও বাড়ে তাদের। ২৩ রানে ৪ উইকেট হারায় জিম্বাবুইয়ে। হেরাথ ঘূর্ণিতে আরেক তারকা শন উইলিয়ামস ( ২২) যখন বোল্ড হন ১৮তম ওভারে দলের রান তখন ৫৯। পঞ্চম উইকেট হারিয়ে ঘোরতর অমানিশার মুখে অতিথিরা। তখনই রাজা-পিটার মুর ও ওয়ালারের অবিশ্বাস্য প্রতিরোধ। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে রাজা। ১৫৮ বলে ৯৭ রানের ইনিংসে ৭ চার ও ১টি ছক্কা হাঁকিয়েছেন পাকিস্তানী বংশোদ্ভূত এ ব্যাটসম্যান । ৭৬ বলে ৫৭ রানে অপরাজিত ওয়ালারের চার ৮টি। আউট হওয়ার আগে মূল্যবান ৪০ রান এসেছে মুরের ব্যাট থেকে। সফরকারীরা লিড পেতে পারে, এই আলোচনা আগেরদিনই শুরু হয়েছিল। ২৯৩ রানে ৭ উইকেট হারিয়ে যখন দিন শেষ করে শ্রীলঙ্কা, জিম্বাবুইয়ে তখনও ৬৩ রানে এগিয়ে। রবিবার হেরাথকে নিয়ে গুনারতেœ বেশ ভালভাবেই এগিয়ে নিচ্ছিলেন। ৪৮ রানে এই জুটি ভাঙ্গলে সুরাঙ্গা লাকমলকে নিয়ে আরও ২১ রান যোগ করেন গুনারতেœ। একসময় মনে হচ্ছিল শ্রীলঙ্কা বুঝি লিড নিতে দেবে না। ৩ রানের ব্যবধানে লাকমল আর গুনারতেœকে (৪৫) ফিরিয়ে দলকে ১০ রানের লিড এনে দেন ক্রেমার। ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়েছেন জিম্বাবুইয়ে অধিনায়ক। স্কোর ॥ জিম্বাবুইয়ে প্রথম ইনিংস ৩৫৬/১০ (৯৪.৪ ওভার; অরভিন ১৬০, ওয়ালার ৩৬, রাজা ৩৬, ত্রিপানো ২৭; হেরাথ ৫/১১৬, গুনারতেœ ২/২৮, কুমারা ২/৬৮) ও দ্বিতীয় ইনিংস ২৫২/৬ (৬৮ ওভার; মাসাকাদজা ৭, চাকাভা ৬, মুসাকান্দা ০, আরভিন ৫, উইলিয়ামস ২২, রাজা ৯৭*, মুর ৪০, ওয়ালার ৫৭*; লাকমল ০/২৮, হেরাথ ৪/৮৫, পেরেরা ১/৬৯, কুমারা ১/৪৫, মেন্ডিস ০/১৬) শ্রীলঙ্কা প্রথম ইনিংস ৩৪৬/১০ (১০২.৩ ওভার; করুনারতেœ ২৫, থারাঙ্গা ৭১, মেন্ডিস ১১, চান্দিমাল ৫৫, ম্যাথুস ৪১, ডিকওয়েলা ৬, পেরেরা ৩৩, গুনারতেœ ৪৫, হেরাথ ২২, লাকমল ১৪, কুমারা ১*; পোফু ০/৪১, টিরিপানো ১/৩৮, রাজা ০/৬০, ক্রিমার ৫/১২৫, ওয়ালার ০/২, উইলিয়ামস ২/৬২)। ** তৃতীয়দিন শেষে
×