ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বললেন কোচ জোশে মরিনহো, বিশাল জয়ে যুক্তরাষ্ট্র সফর শুরু ম্যানচেস্টার ইউনাইটেডের

‘রোনাল্ডোকে ওল্ড ট্র্যাফোর্ডে আনা অসম্ভব’

প্রকাশিত: ০৬:১৯, ১৭ জুলাই ২০১৭

‘রোনাল্ডোকে ওল্ড ট্র্যাফোর্ডে আনা অসম্ভব’

স্পোর্টস রিপোর্টার ॥ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরতে পারেন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে এ সম্ভাবনার কথা উড়িয়ে দিলেন ম্যানইউর কোচ জোশে মরিনহো। রেড ডেভিলসদের যুক্তরাষ্ট্র সফরে প্রথম ম্যাচের পর এ মন্তব্য করেন স্পেশাল ওয়ান। রবিবার মার্কোস রাশফোর্ডের দুই গোলে স্বাগতিক ক্লাব লস এ্যাঞ্জেলস গ্যালাক্সিকে ৫-২ গোলে বিধ্বস্ত করে প্রাক-মৌসুম সফরের শুভসূচনা করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দারুণ এই জয়ের পর নিজের তৃপ্তির কথা জানান মরিনহো। কয়েকদিন আগে জানা যায়, কর সংক্রান্ত ঝামেলার কারণে স্পেনের রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টারে যোগ দিতে পারেন রোনাল্ডো। ২০০৯ সালে এই দল থেকে রিয়ালে পাড়ি দেন পর্তুগীজ তারকা। মরিনহো এখন দল নিয়ে যুক্তরাষ্ট্রে আছেন। ঈ্রাক-মৌসুম টুর্নামেন্টে লা গ্যালাক্সিকে হারিয়ে তারা দারুণ শুরুও করেছে। ম্যাচটির পর রোনাল্ডো প্রসঙ্গে কথাগুলো বলেন পর্তুগীজ লৌহমানব। রোনাল্ডোর ম্যানচেস্টার ইউনাইটেডে আসার সম্ভাবনা উড়িয়ে দিয়ে মরিনহো বলেন, আমি আমার ক্লাবের সময় এমন কারও জন্য নষ্ট করতে চাই না যাকে আনা মিশন ইম্পসিবলের মতো ব্যাপার। রোনাল্ডো ম্যানইউতে আসতে পারেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাবেক রিয়াল মাদ্রিদ কোচ বলেন, রোনাল্ডো তার ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে এমন একজন খেলোয়াড় যার বড় অর্থনৈতিক শক্তি আছে। আমাদের এমন কোন সামর্থ্য নেই যাতে ভাবতে পারি সে আমাদের এখানে আসবে। ৩২ বছর বয়সী রোনাল্ডো ইংলিশ প্রিমিয়ার লীগে বেশ সফলতার সঙ্গেই খেলেছিলেন। যেখানে তিনটি প্রিমিয়ার লীগের পাশাপাশি একটি চ্যাম্পিয়ন্স লীগ জেতেন। অর্থাৎ স্যার এ্যালেক্স ফার্গুসনের অধীনে ম্যানইউতে ছয় মৌসুম কাটিয়েছেন সি আর সেভেন। প্রাক-মৌসুম প্রস্তুতির প্রথম ম্যাচে ম্যানইউর মূল একাদশে ছিলেন না নতুন চুক্তিভুক্ত বেলজিয়াম তারকা রোমেলু লুকাকু। তার পরিবর্তে ইংলিশ স্ট্রাইকার রাশফোর্ডের ওপরই আস্থা রাখেন কোচ মরিনহো। রাশফোর্ডও কোচকে হতাশ করেননি। মাত্র দুই মিনিটের মধ্যেই এলএ গ্যালাক্সির কোস্টারিকান স্ট্রাইকার এরিয়েল লাসিটারের ভুলে রাশফোর্ড গোলরক্ষক জন কেমপিনকে কাটিয়ে বল জালে জড়ালে ইউনাইটেড এগিয়ে যায়। ২০ মিনিটে জুয়ান মাতার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ১৯ বছর বয়সী এই স্ট্রাইকার। পাঁচ মিনিট পরে জেসে লিনগার্ডের সহায়তায় ইউনাইটেডকে তৃতীয় গোল উপহার দেন মারোয়ান ফেলাইনি। বিরতির পরে পুরো লাইনআপ পরিবর্তন করে নতুন দল মাঠে নামান মরিনহো। এর মাধ্যমেই ইউনাইটেডের জার্সি গায়ে অভিষেক হয় রেকর্ড চুক্তিতে এভারটন থেকে ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দেয়া লুকাকুর। বিরতির পর চার মিনিটের মধ্যেই ইউনাইটেডের হয়ে প্রথম গোলের দেখা পাচ্ছিলেন বেলজিয়ান এই স্ট্রাইকার। কিন্তু কেমপিনার স্থানে গ্যালক্সির হয়ে খেলতে নামা দ্বিতীয় গোলরক্ষক ব্রায়ান রো সে যাত্রা স্বাগতিকদের রক্ষা করেন। প্রীতি ম্যাচ বলেই গ্যালাক্সির লাইনআপেও আমূল পরিবর্তন করেন কোচ কার্ট ওনালফো। দ্বিতীয়ার্ধের পুরো সময়টা ইউনাইটেড বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে অনুশীলনটা বেশ ভালভাবেই সেরে নিয়েছে। এন্থনি মার্শাল ও হেনরিক মাখিটারিয়ানের পাশাপাশি নতুন চুক্তিভুক্ত ভিক্টর লিন্ডেলফও গোলের সুযোগ পান। ৬৭ মিনিটে মার্শালের সহযোগিতায় মাখিটারিয়ান আর কোন ভুল করেননি। লো স্ট্রাইকে দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন। মিনিটখানেক পরে দলের পক্ষে শেষ গোলটি করেন মার্শাল নিজেই। প্রথমার্ধে একটিও গোলের সুযোগ সৃষ্টি না করা গ্যালাক্সি অবশ্য ম্যাচের শেষদিকে দুটি সান্ত¡নাসূচক গোল করে। ৭৯ ও ৮৯ মিনিটে গোল দুটি করেছেন গিওভানি ডস সান্টোস ও ডেভ রোমনে। ম্যাচ শেষে দলের পারফর্মেন্সে সন্তোষ প্রকাশ করেন ম্যানইউ কোচ মরিনহো।
×