ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুঃখ নিয়ে গালাতাসারে ছাড়লেন স্নেইডার

প্রকাশিত: ০৬:১৫, ১৭ জুলাই ২০১৭

দুঃখ নিয়ে গালাতাসারে ছাড়লেন স্নেইডার

স্পোর্টস রিপোর্টার ॥ এমনটা চাওয়া ছিল না তার। কিন্তু কোচ ইগর টিউডর তাকে তেমন পছন্দ করছিলেন না আর। তাই শেষ পর্যন্ত গালাতাসারের তাঁবু থেকে বেরিয়েই আসতে হলো ওয়েসলি স্নেইডারকে। শনিবারেই তুরস্কের মাটি ছেড়ে এসেছেন তিনি। চার বছর তুর্কির এ ক্লাবে খেলেছেন। এবার সেখানকার পাট চুকে গেল হল্যান্ডের এ মিডফিল্ডারের। ক্লাব কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে স্নেইডারের ভবিষ্যত সাফল্য কামনা করেছে। তবে ভক্তরা ক্লাবের বাইরে বিক্ষোভ ও প্রতিবাদ করেছে তার চলে যাওয়ার খবর পেয়ে। ২০১৩ সালে ইতালি ছেড়ে তুরস্কের ইস্তান্বুল আসেন স্নেইডার। রিয়াল মাদ্রিদে দুই বছর কাটিয়ে ২০০৯ সালে তিনি ইন্টার মিলানে এসেছিলেন। ইন্টার ছেড়ে গালাতাসারেতে আসার পর বেশ মর্যাদার আসনেই ছিলেন তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে এই ডাচ মিডফিল্ডারের সঙ্গে সম্পর্কে তিক্ততার শুরু হয়েছে কোচ টিউডরের। বিভিন্ন পর্যায়ে তুর্কি এ ক্লাবের পক্ষে ১৭৫ ম্যাচ খেলে ৪৬ গোলও করেছিলেন তিনি। ইস্তান্বুল বিমানবন্দরে যখন আমস্টারডামগামী বিমানে ওঠার অপেক্ষায় ছিলেন তখন তাকে ঘিরে ধরেন গণমাধ্যম কর্মীরা। সে সময় দারুণ হতাশা ছিল স্নেইডারের কণ্ঠে। কোচ টিউডরের পরবর্তী মৌসুমের পরিকল্পনায় না থাকার কারণে দারুণ মর্মাহত হয়েছেন বলে জানান তিনি। স্নেইডার নিরাসক্ত ভঙ্গিতে বলেন, ‘অবশ্যই আমি অনেক দুঃখ বোধ করছি। কারণ যে কাউকে যদি এভাবে চলে যেতে হয় তা কোনভাবেই শোভনীয় দেখায় না। কোচ তার পছন্দ অনুসারে সব গুছিয়েছেন। তার পছন্দ মোতাবেক আমার সঙ্গে আর কাজ না করার ব্যাপারটি নিশ্চিত করেছেন। আমার অবশ্যই তার ইচ্ছাকে সম্মান জানাতে হবে।’ কিন্তু গালাতাসারে ভক্ত-সমর্থকরা দারুণ রোষে ফেটে পড়েন স্নেইডার চলে যাচ্ছেন জানার পর। তারা প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন ক্লাবের মূল ফটকের সামনে। তারা এ সময় সেøাগান দিতে থাকেন চেয়ারম্যান ডারসান ওজবেকের পদত্যাগ দাবি করে। এখন স্নেইডারের ভাগ্যটাই বিড়ম্বিত হয়ে গেল এই হঠাৎ ছিটকে যাওয়ার কারণে। এখন পর্যন্ত অন্য কোন ক্লাবে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়নি। তবে বাতাসে গুঞ্জন আছে তিনি হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রে খেলতে পারেন। স্নেইডারও তাৎক্ষণিকভাবে জানিয়েছেন আপাতত তার কোন ক্লাব নিশ্চিত হয়নি। তিনি বলেন, ‘আমি আমার দক্ষতা ও সামর্থ্যরে ওপর আস্থা রাখি। সবসময়েই নতুন কিছু অপেক্ষা করে থাকে।’ গালাতাসারে গত মৌসুমে সুপার লীগ চ্যালেঞ্জে তেমন সুবিধা করতে পারেনি। গত দুই মৌসুমেই কোচ বদল হয়েছে তাদের। এ বছরই দায়িত্ব পাওয়া টিউডর এসেই ছাঁটাই করে ফেললেন ডাচ তারকা স্নেইডারকে। দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল এ ফুটবলার নিজেকে ধাতস্থ করতে পারছেন না। গালাতাসারে থেকে বলা হয়েছে স্নেইডারের চুক্তি পারস্পরিক সমঝোতার মাধ্যমে বাতিল করা হয়েছে। এ বছরের পারিশ্রমিক হিসেবে ৪.৫ মিলিয়ন ইউরোর দাবি ত্যাগ করেছেন স্নেইডার। আর আগামী তিন বছরের মধ্যে যদি তুর্কি কোন ক্লাবে যোগ দেন সেক্ষেত্রে ২০ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ হিসেবে পাবে গালাতাসারে। গত বছর চার নম্বর অবস্থানে থেকে শেষ করে ক্লাবটি। ইস্তান্বুলেরই চিরপ্রতিদ্বন্দ্বী বেসিকতাস হয়ে যায় চ্যাম্পিয়ন। এ কারণে এবার নতুন করে গুছিয়ে ওঠার প্রতি মনোযোগী হয়েছে তারা। ইতোমধ্যেই ফরাসী স্ট্রাইকার ব্যাফেটিম্বি গোমিস এবং মরক্কোর মিডফিল্ডার ইউনেস বেলহান্ডাকে চুক্তিবদ্ধ করেছে তারা। উভয়েই জাতীয় দলের খেলোয়াড়। কিন্তু ক্রোয়েশিয়ান কোচ টিউডরকে এখন পর্যন্ত কেউ এই দায়িত্বের জন্য উপযুক্ত ভাবছেন না। চেলসিতে ফরাসী মিডফিল্ডার বাকাইয়োকো স্পোর্টস রিপোর্টার ॥ ট্রান্সফারটিকে বলা হচ্ছে ‘অসাধারণ’ চুক্তি! ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন চেলসি আরেকজন তরুণ খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে। ফরাসী জাতীয় দলের মিডফিল্ডার টাইমাউই বাকাইয়োকো ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চেলসির সঙ্গে। ২২ বছর বয়সী এ তরুণকে নিতে এ্যান্টোনিও কন্টের ক্লাবকে পারিশ্রমিক হিসেবে গুনতে হবে ৩৯.৭ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড (৪৫.৩ মিলিয়ন ইউরো)। গত মৌসুমে ফ্রেঞ্চ লীগ ওয়ানে প্যারিস সেইন্ট জার্মেইনের একাধিপত্য খর্ব করে মোনাকো। শিরোপা জয় করে তারা। আর এই দারুণ সাফল্যের পেছনে বাকাইয়োকোর দারুণ নৈপুণ্য বড় ভূমিকা রেখেছে। আর সে কারণেই এবার নজরে পড়েছেন সবার। শেষ পর্যন্ত বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয় ফুটবল আসর ইংলিশ প্রিমিয়ার লীগে খেলার সুযোগ করে নিলেন। আর সেটার জন্য ঠাঁই পেয়েছেন চ্যাম্পিয়ন চেলসির তাঁবুতে। আর স্ট্যামফোর্ড ব্রিজে থাকার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত বাকাইয়োকো বলেন, ‘আমি খুবই খুশি এখানে আসতে পেরে এবং এই দারুণ একটি দলে যোগ দিতে পেরে। আমি চেলসিকে দেখে দেখেই বেড়ে উঠেছি।
×