ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রসঙ্গ ভারত ক্রিকেট দলের কোচ নিয়োগ

জহির-দ্রাবিড়কে নিয়ে নতুন নাটক!

প্রকাশিত: ০৬:১৪, ১৭ জুলাই ২০১৭

জহির-দ্রাবিড়কে নিয়ে নতুন নাটক!

স্পোর্টস রিপোর্টার ॥ প্রধান কোচ হিসেবে রবি শাস্ত্রীকে নিয়োগ দেয়া নিয়ে নাটক কম হয়নি। সেটির সমাধান হলেও জহির খান ও রাহুল দ্রাবিড়কে নিয়ে চলছে নতুন নাটক। শাস্ত্রীর সঙ্গে সাবেক দুই তারকাকেও স্টাফে যুক্ত করার ঘোষণা দিয়েছিল সৌরভ গাঙ্গুলী-শচীন টেন্ডুলকর-ভিভিএস লক্ষণের সমন্বয়ে গঠিত কোচ বাছাই কমিটি। বলা হয়েছিল ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত শাস্ত্রী প্রধান কোচ, জহির বোলিং কোচ আর বিদেশের মাটিতে ব্যাটিং পরামর্শক রাহুল দ্রাবিড়। জহির-রাহুলের সঙ্গে চুক্তি হয়নি বলে জানালেন খোদ ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই) প্রশাসক কমিটির প্রধান বিনোদ রাই। রবিবার সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘এখনও কোন চুক্তি হয়নি কারও সঙ্গে। কেবল কোচ হিসেবে রবি শাস্ত্রীর নিয়োগ চূড়ান্ত হয়েছে। উপদেষ্টা কমিটি কেবল নাম সুপারিশই করতে পারে। এই নামগুলো নিয়ে কোচের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত বোর্ডের।’ আসন্ন শ্রীলঙ্কা সফরের আগে কোচ শাস্ত্রী বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটির সঙ্গে বসে নিজের সহকারীদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। শনিবার এক বৈঠকে কোচ হিসেবে শাস্ত্রীর নিয়োগ চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। তবে জহির আর রাহুলের নিয়োগ ঝুলিয়ে রাখা হয়। কোচ নিয়োগের সময় অবশ্য জানা গিয়েছিল সাবেক দুই তারকার নিয়োগও চূড়ান্ত। বোর্ডের এই সিদ্ধান্তে সৌরভ-শচীনদের উপদেষ্টা কমিটির নাখোশ হওয়ার কথা। কারণ কোচ ও তার সহকারী বাছাইয়ের এখতিয়ার তাদের হাতেই ন্যস্ত। তবে বোর্ডের প্রশাসক কমিটি নাকি মনে করে এই উপদেষ্টা কমিটি নিজের এখতিয়ারের বাইরে গিয়ে কিছু কাজ করেছে। শাস্ত্রীর সহকারী হিসেবে এখনই জহির ও রাহুলের নিয়োগ না দেয়ার পেছনে কিছু কারণ আছে। সহকারীর ব্যাপারে শাস্ত্রীর নিজেরও পছন্দ-অপছন্দ আছে। পাশাপাশি রাহুল এই মুহূর্তে ভারতের বয়সভিত্তিক দলগুলোর দায়িত্বে। তিনি কিভাবে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন এটা নিয়ে একটা ধোঁয়াশা আছে। জহিরও আইপিএল দল দিল্লী ডেয়ারডেভিলসের সঙ্গে সম্পর্কোচ্ছেদ করেননি। সবচেয়ে বড় কথা নিজের কোচিং স্টাফ নিজেই বেছে নিতে চান শাস্ত্রী। কারও চাপিয়ে দেয়া সহকারীদের নিয়ে কাজ করতে চান না তিনি। বোলিং ও ব্যাটিং কোচ হিসেবে তার পছন্দ অন্য কেউ। এই দফাতেও শাস্ত্রীর কাছে তাহলে হেরে যেতে চলেছেন সৌরভ! এর আগে সৌরভের আপত্তির মুখে শাস্ত্রীর কোচ নিয়োগ একদিন পিছিয়ে গিয়েছিল বলে খবর। পরে তড়িঘড়ি করে ভারতীয় ক্রিকেট বোর্ড ওইদিনই শাস্ত্রীর নাম কোচ হিসেবে ঘোষণা করে। তখন শোনা গিয়েছিল শাস্ত্রীকে কোচ করার বিনিময়ে সৌরভের পছন্দের রাহুল ও জহিরকে সহকারী বানিয়ে ভারসাম্য আনা হয়েছে। এখন তো তাও টিকছে না। নাটকের শেষ কোথায় সেটিই দেখার অপেক্ষা।
×