ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুবকদের ভুল বুঝিয়ে আইএস বানাচ্ছে জামায়াতে ইসলামী ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫১, ১৭ জুলাই ২০১৭

যুবকদের ভুল বুঝিয়ে আইএস বানাচ্ছে জামায়াতে ইসলামী ॥ নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৬ জুলাই ॥ নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, জামায়াতের কিছু মেয়ে বাড়িতে বাড়িতে গিয়ে ইসলামের নামে ভুল ব্যাখ্যা দিচ্ছে। ইসলামের নামে যাতে কেউ ভুল ব্যাখ্যা না দিতে পারে এজন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যুবক-যুবতীদের ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে আইএস বানাচ্ছে জামায়াতে ইসলাম। তাদের বলা হয়, আত্মঘাতী বোমায় নিহত হলে জান্নাতে যাবে। এমন কথা কোরান হাদিসের কোথায়ও উল্লেখ নেই। রবিবার সকালে মাদারীপুর সরকারী নাজিমউদ্দিন বিশ^বিদ্যালয় কলেজ ক্যাম্পাসে ফুলের বাগান ও আইসিটি ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।গত বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্পাদক ম-লীর বৈঠকে শাজাহান খানকে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম ‘দানব’ বলায় এমপি নাছিমের কঠোর সমলোচনা করেন নৌমন্ত্রী। তিনি বলেন, একজন রাজনীতিবিদের মুখে এমন ভাষা শোভা পায় না। মানুষ কিভাবে দানব হয়, তা জানা নেই। একজন রাজনীতিবিদের সমলোচনা করা, সীমাবদ্ধের মধ্যে থাকা উচিত। তা না হলে প্রকৃতপক্ষে সেও রাজনীতিবিদ হতে পারেনা বলেও মন্তব্য করেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, সরকারী নাজিমউদ্দিন বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ নুুরুল হকসহ অন্যরা। বাউফলে সন্ত্রাসী হামলায় যুবলীগের সভাপতিসহ আহত ৫ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৬ জুলাই ॥ বাউফল উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমানের দায়েরকৃত একটি মামলায় হাজিরা শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় বাউফল পৌর যুবলীগের সভাপতি মামুন খানসহ ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে মামুন খানকে গুরুতর আহত অবস্থায় বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেল ৩টায় নওমালা নগরের হাট এলাকায় এ ঘটনা ঘটেছে। জানা গেছে, বাউফল উপজেলা পরিষদে একটি ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা ও বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহীম ফারুক, পৌর যুবলীগের সভাপতি মামুন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিয়াজের বিরুদ্ধে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। মশারি বিতরণ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৬ জুলাই ॥ সালথার গ্রামে গ্রামে চিকুনগুনিয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টি করে পাঁচ শ’ দরিদ্র পরিবারের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। রবিবার সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের সোনাতন্দী গ্রামসহ বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে গ্রামের মানুষকে সচেতনতামূলক পরামর্শ দেন জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টাম-লীর সদস্য আওয়ামী লীগ নেতা মেজর (অব) আতমা হালিম। এ সময় তিনি গ্রামের হতদরিদ্র পাঁচ শ’ পরিবারের সদস্যদের হাতে শিশুদের সুরক্ষায় মশারি তুলে দেন। মশারি বিতরণকালে বল্লভদি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লুলু, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী সফিকুর রহমান মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। চৌহালীর চরে ত্রাণ বিতরণ সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ১৬ জুলাই ॥ চৌহালী উপজেলার যমুনার দুর্গমচরে ১৩শ’ বানভাসির মাঝে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। রবিবার সদিয়া চাঁদপুর ইউনিয়নের বোয়ালকান্দি, বারবয়লা, মহেশপুর, মাঝগ্রাম, বেতিলচর, চাঁদপুর ও মৌহালী চরের ৮শ’ পানিবন্দী এবং স্থল ইউনিয়নের স্থল চর, মিস্ত্রিগাতী ও চালুহাড়া চরের ৫শ’ বন্যার্তের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের সময় উপজেলা চেয়ারম্যান মেজর (অব) আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুর রহমান, স্থল ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সদিয়া ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ উপস্থিত ছিলেন।
×