ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুখ ঢেকে সংবাদ পাঠ!

প্রকাশিত: ০৫:৫১, ১৭ জুলাই ২০১৭

মুখ ঢেকে সংবাদ পাঠ!

ভারতের হরিয়ানা রাজ্য সরকারের এক প্রজ্ঞাপনের অভিনব প্রতিবাদ জানালেন এক সংবাদ পাঠিকা। হরিয়ানা রাজ্য সরকার বলছে, ঘোমটা পরে থাকতে হবে নারীকে। কারণ এটি রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য। সম্প্রতি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এমনটা জানানো হয়। সরকারের এমন ব্যতিক্রমী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সংবাদ পাঠিকা প্রতিমা দত্ত টেলিভিশনে সংবাদ পড়লেন ওড়না দিয়ে পুরো মুখ ঢেকে। এ ঘটনায় হৈচৈ পড়ে যায়। কেন এমন করলেন, এ প্রশ্নের উত্তরে প্রতিমার সাফ জবাব, তিনি বিজেপি শাসিত রাজ্য সরকারের ওই আদেশের প্রতিবাদে এমনটি করেছেন। তিনি বলেন, রাজ্য সরকার আমাদের নারীদের ঘুংঘট (এক ধরনের ওড়না) পরার নির্দেশ দিয়েছে। এটা নাকি আমাদের রাজ্যের সংস্কৃতি! খবরটি পড়ে আমি হতভম্ব হয়ে গেছি। আমি এর সঙ্গে একমত নই।’ ঘোমটা দিয়ে সংবাদ উপস্থাপনের এই ছবি ক্রমে ভাইরাল হয়ে যায়। কমনওয়েলথ গেমসে সোনা বিজয়ী হরিয়ানার নারী কুস্তিগির গীতা ফোগাত বলেন, এটা হলো নারীদের পিছিয়ে দেয়ার চেষ্টা। এসব আইন অর্থহীন। তবে আদেশদাতা রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও এ নিয়ে কোন প্রতিক্রিয়া জানানোর খবর পাওয়া যায়নি।-দ্য হিন্দু অবলম্বনে
×