ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেলফি তোলার খেসারত

প্রকাশিত: ০৫:৫০, ১৭ জুলাই ২০১৭

সেলফি তোলার খেসারত

সেলফি তোলা একালের একটি জনপ্রিয় ফ্যাশন। আর সেলফি তুললেই শুধু হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রামে সেগুলো পোস্ট করা চাই। এবার নিজের মনমতো সেলফি তুলতে গিয়ে দেড় কোটি টাকার বেশি মূল্যের ভাস্কর্যের ক্ষতি করলেন এক নারী। যুক্তরাষ্ট্রের লসএ্যাঞ্জেলেস শহরে সম্প্রতি এই ঘটনা ঘটে। শহরের লিঙ্কন হাইটস এলাকায় আয়োজন করা হয় একটি ভাস্কর্য প্রদর্শনীর। পর পর সাজানো কয়েকটি স্তম্ভের ওপর রাখা ছিল ভাস্কর্যগুলো। ঘটনাস্থলে থাকা একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, প্রদর্শনীতে রাখা ভাস্কর্যগুলোর সঙ্গে সেলফি নিতে ক্যামেরা নিয়ে বেশ কসরত করছিলেন এক নারী। একপর্যায়ে হঠাৎ শরীরের ভারসাম্য হারান তিনি। ধাক্কা খান ভাস্কর্য রাখা একটি স্তম্ভের সঙ্গে। ফলে সেটির ওপর রাখা ভাস্কর্যটি নিচে পড়ে টুকরো হয়ে যায়। বিপত্তির কিন্তু এখানেই শেষ নয়। ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার সময় ওই স্তম্ভ আঘাত করে পরের একটি স্তম্ভে। সেটি আবার তার পরেরটায়। এভাবে সারির সবকটি স্তম্ভ মাটিতে পড়ে যায়। ফলে ক্ষতি হয় সেগুলোর ওপরে থাকা ভাস্কর্যগুলোর। ওই প্রদর্শনীর এক আয়োজক গ্লোরিয়া ইয়ু বলেন, ওই ঘটনায় তিনটি ভাস্কর্য ধ্বংস হয়েছে। অন্যগুলোর বিভিন্ন মাত্রার ক্ষতি হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় দুই লাখ মার্কিন ডলার। -লসএ্যাঞ্জেলেস টাইমস অবলম্বনে
×