ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রামপালে কয়লা পরিবহন

১৩ কিমি নৌপথ খননে মংলায় চুক্তি সই

প্রকাশিত: ০৫:৫০, ১৭ জুলাই ২০১৭

১৩ কিমি নৌপথ খননে মংলায় চুক্তি সই

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুত কেন্দ্রের কয়লা পরিবহনের জন্য মংলা বন্দর থেকে রামপাল পর্যন্ত পশুর চ্যানেলের প্রায় ১৩ কিলোমিটার নৌপথ ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে খননের চুক্তি স্বাক্ষর হয়েছে। রবিবার দুপুরে মংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে ভারতের ড্রেজিং কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শ্রী রাজেস ত্রিপতি এবং বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর একেএম ফারুক হাসানের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা, ড্রেজিং কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের নিয়োগকৃত স্থানীয় শিপিং এজেন্ট সিগমা শিপিং লাইন্সের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচলাক শেখ রফিকুল ইসলাম বাবলু, বন্দর ব্যবহারকারী এইচ এম দুলাল ও বন্দরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান একেএম ফারুক হাসান জানান, প্রায় ১১৯ কোটি টাকা ব্যয়ে ড্রেজিং কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড আগামী আগস্ট মাসে মংলা বন্দরের পশুর চ্যানেলে এ ড্রেজিং কার্যক্রম শুরু করবে। ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে ১৩ কিলোমিটার নৌপথ খনন কাজ সম্পন্ন করে কয়লা পরিবহনের জন্য চ্যানেলটি উপযোগী করা হবে।
×