ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শামছুর রহমানের হত্যা বার্ষিকীতে বিচার দাবি

প্রকাশিত: ০৫:৫০, ১৭ জুলাই ২০১৭

শামছুর রহমানের হত্যা বার্ষিকীতে বিচার দাবি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ রবিবার যশোরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবল’র ১৭তম হত্যা বার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল কালোব্যাজ ধারণ, শোকর‌্যালি, শ্রদ্ধাঞ্জলি অর্পণ, হত্যার বিচার দাবিতে স্মারকলিপি প্রদান, দোয়া মাহফিল ও স্মরণসভা। ২০০০ সালের ১৬ জুলাই দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি শামছুর রহমান কেবল তার নিজ অফিসে কর্মরত অবস্থায় আততায়ীর গুলিতে নির্মমভাবে নিহত হন। রবিবার সকালে যশোরের সকল সাংবাদিকসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ কালোব্যাজ ধারণ ও শোকর‌্যালি করে শহরের কারবালা কবরস্থানে যান। সেখানে শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে প্রেসক্লাব যশোর অডিটরিয়ামে দোয়া মাহফিল হয়।এদিকে, শহীদ সাংবাদিক শামছুর রহমান হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে। স্মারকলিপি প্রদানের পর প্রেসক্লাব মিলনায়তনের জেইউজের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। জেইউজে সভাপতি সাজেদ রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনের পরিচালনায় স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট পীযূষ কান্তি ভট্টাচার্য্য।
×