ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লোহাগড়ায় দোদাঁড়িয়া খাল খননে ২০ হাজার কৃষক উপকৃত

প্রকাশিত: ০৫:৪৯, ১৭ জুলাই ২০১৭

লোহাগড়ায় দোদাঁড়িয়া খাল খননে ২০ হাজার কৃষক উপকৃত

রিফাত-বিন-ত্বহা, নড়াইল থেকে ॥ লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম এলাকায় ‘দোদাঁড়িয়া খাল’ খননে ১৫ গ্রামের কৃষকের মুখে হাসি ফুটেছে। উপকৃত হয়েছে এ অঞ্চলের অন্তত ২০ হাজার কৃষক। এছাড়া গভীর নলকূপের ওপর নির্ভরশীলতা কমেছে। ধান ও সবজি উৎপাদন এবং পাট জাগ দেয়াসহ ফসলের ক্ষেতে খালের পানি ব্যবহার করা হচ্ছে। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সমতল ভূমি কেটে নতুন এ খাল করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে লোহাগড়ার নোয়াগ্রাম এলাকায় প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে খালটি খনন করা হয়েছে। খালের দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার, প্রস্থ ৬০ ফুট ও গভীরতা ১২ ফুট। কাজটি মে মাসের প্রথম দিকে শুরু হয়ে ২০ জুনের মধ্যে শেষ হয়েছে। নামকরণ করা হয়েছে ‘দোদাঁড়িয়া খাল’। এর ফলে নোয়াগ্রাম, লাহুড়িয়া, নলদী, জয়পুর ও কাশিপুর ইউনিয়নের ১৫ গ্রামের অন্তত ২০ হাজার কৃষক উপকৃত হয়েছে। এ পাঁচটি ইউনিয়নের প্রায় ১২ কিলোমিটার বিলের কৃষিজমিতে সেচ এবং পানি নিষ্কাশন সুবিধা পাবে এ অঞ্চলের কৃষক। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকাবাসীর স্বেচ্ছায় জমিদানের মধ্য দিয়ে দোদাঁড়িয়া খাল খনন করা হয়েছে। নোয়াগ্রাম ইউনিয়নের সদস্য আহাদ শেখ বলেন, এ খাল খননে পাঁচ ইউনিয়নের ১৫ গ্রামের ২০ হাজার কৃষকের উপকার হয়েছে। যাতায়াতের সুবিধার্থে খালের ওপর এখন ব্রিজ নির্মাণ জরুরী হয়ে পড়েছে। নারায়ণগঞ্জে বিপুল ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ৩ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ অভিনব কায়দায় পাচারকালে এক লাখ ৬৭ হাজার ইয়াবা ও ১৫০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইলের ডাচ্-বাংলা ব্যাংকের সামনে থেকে একটি পিকআপভ্যান আটক করে মাদক দ্রব্যগুলো জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা হবে বলে পুলিশ ধারণা করছে। রবিবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মঈনুল হক সাংবাদিকদের এ তথ্য জানান। আটকরা হচ্ছে ব্রাক্ষণবাড়িয়া জেলার নুরুল ইসলাম, রাজধানীর যাত্রবাড়ী এলাকার আলম ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার বাদশা। সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার জানান, রবিবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইলের ডাচ -বাংলা ব্যাংকের সামনে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি পিকআপভ্যান আটক করে ভেতরে থাকা নুরুল ইসলাম ও আলমকে জিজ্ঞসাবাদ করা হয়। পরে তাদের দেয়া তথ্য ও স্বীকারোক্তি অনুযায়ী পিকআপভ্যানের চেসিসের ভেতরে অভিনব কায়দায় একটি বক্সে রাখা অবস্থায় ১ লাখ ৬৭ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করে। একই সময়ে ফতুল্লা থানার নয়ামাটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ ১৫০ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রেতা বাদশাকে আটক করে।
×