ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে ট্রাক চাপায় যুবক নিহত

প্রকাশিত: ০৫:৪৯, ১৭ জুলাই ২০১৭

রূপগঞ্জে ট্রাক চাপায় যুবক নিহত

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ১৬ জুলাই ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কেন্দুয়া এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে দ্রুতগামী ট্রাক চাপায় মানিক মিয়া (২৯) নিহত হয়েছেন। রবিবার বেলা সোয়া ১১টার দিকে ঘটে এ দুর্ঘটনা। নিহত মানিক মিয়া কেন্দুয়া এলাকার আবুল মিয়ার ছেলে। এছাড়া তিনি স্থানীয় মাসকো কটন মিলে মেসেনজার হিসেবে চাকরি করতেন। মাধবপুরে ব্যবসায়ী সংবাদদাতা,মাধবপুর,হবিগঞ্জ থেকে জানান, ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মানিকপুরে সকালে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কারিমুল ইসলাম (৩০) নামে ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যবসায়ী কিশোরগঞ্জের তারাকান্দি গ্রামের জহুর আলীর ছেলে। মীরসরাইয়ে ৪ যাত্রী সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম থেকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও অন্তত ১০জন আহত হয়েছে। রবিবার দুপুর ২টার দিকে সুফিয়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পণ্য বোঝাই ঢাকামুখী মিনি কাভার্ড ভ্যান যাত্রীবাহী সেইফলাইন সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে সেইফ লাইনের যাত্রীদের বসার সিটের ওপর ছাদের অংশ সম্পূর্ণ আলাদা হয়ে সিটকে পড়ে। এক ধাক্কায় পণ্য বোঝাই কাভার্ড ভ্যানটিও রাস্তার পাশে থাকা খাদে পড়ে যায়। সেইফ লাইনে থাকা যাত্রীদের মধ্যে ৪ জন নিহত ও অন্তত ১০ জন আহত হন। একই সময় পেছন থেকে আসা একটি লেগুনা এ দুর্ঘটনা দেখে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। নিহতরা হলেন, মীরসরাই উপজেলার গজারিয়া গ্রামের অমূল্য মজুমদারের স্ত্রী মলিনা দাস (৪৫), কাঁটাছরা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মফিজুল ইসলাম (৬০), লুদ্দাখালী গ্রামের মোঃ মোস্তফার ছেলে সুমন (৩৫) ঘটনাস্থলে নিহত হন। নিহত অপর ব্যক্তির নাম জানা যায়নি। ৩৩ দিন পর খুলে দেয়া হলো সড়ক নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৬ জুলাই ॥ প্রাকৃতিক মহাবির্পযয়ের ৩৩ দিন পর রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক বাস চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। মহাবিপর্যয়ে এই সড়কের ৭ ও ৮ কিঃ মিটার এলাকায় ২টি স্থানের ৬০ ফুট ও ৭০ ফুট একেবারে ধসে যায়। ৬০ ফুট অংশটি মাটি ভরাট করে সড়ক করা হলেও ৭০ ফুট সড়কের জায়গার নতুন করে মাটি ভরাট করে কালভার্ট স্থাপন করা হয়েছে। রবিবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী দিপঙ্কর তালুকদার গাড়ি চালিয়ে যানবাহন চলাচলের জন্য সড়কটি উন্মুক্ত করেন।
×