ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতার বাড়িতে বোমা হামলা

প্রকাশিত: ০৫:৪৮, ১৭ জুলাই ২০১৭

ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতার বাড়িতে বোমা হামলা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলামের বাড়িতে বোমা হামলা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। গুলিও ছোড়া হয়েছে কয়েক রাউন্ড। রবিবার বেলা দেড়টার দিকে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় যশোর-বেনাপোল সড়কে যানবাহন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। আতঙ্কিত ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বেলা দেড়টার দিকে যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা সোহাগ পরিবহন কাউন্টারের পাশে ঝিকরগাছা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলামের বাড়িতে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বোমা হামলা চালায়। পর পর আটটি বোমা এবং পাঁচ রাউন্ড গুলির বিকট শব্দে কেঁপে ওঠে পুরো বাসস্ট্যান্ড এলাকা। এ সময় আতঙ্কে দিগি¦দিক ছোটাছুটি করে সাধারণ মানুষ। মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যায় এলাকা। বন্ধ হয়ে যায় যশোর-বেনাপোল আন্তর্জাতিক সড়ক। বাজারের লোকজন দোকানপাট বন্ধ করে নিরাপদে আশ্রয় নেয়। ঘটনার সময় পুলিশ থাকলেও কাউকে আটক করতে পারেনি। তবে ক্ষয়ক্ষতি হয়ছে কিনা জানা যায়নি। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে মনিরুল ইসলাম জানিয়েছেন, তিনি ঘটনার সময় বাড়িতে ছিলেন না। সন্ত্রাসী ইলিয়াস, রিংকু, আজাদ, অর্ণব, পালসার বাবু, হবি চৌধুরীসহ ক’জন দুপুরে তার বাড়িতে হামলা করে। দফায় দফায় বোমা এবং ৫/৬ রাউন্ড গুলি ছোড়ে। সন্ত্রাসীরা তার বাড়ি ঘিরে রেখেছিল বলে তিনি জানতে পেরেছেন। ব্রিজের জন্য ২০ হাজার মানুষের দুর্ভোগ নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৬ জুলাই ॥ আঠারোগাছিয়া ইউনিয়নের সোনাখালী বাজারে এক ব্রিজের জন্য ২০ হাজার মানুষকে দুর্ভোগে পোহাতে হচ্ছে। ভেঙ্গে যাওয়ার তিন বছরেও সংস্কার হয়নি। ভাঙ্গা অংশে কাঠের পাটাতন দিয়ে মানুষ ও যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আঠারোগাছিয়া ইউনিয়নের সোনাখালী বাজারের আয়রন ব্রিজটি ২০০৭ সালে স্থানীয় প্রকৌশল বিভাগ নির্মাণ করে। নির্মাণের সাত বছরের মাথায় ২০১৪ সালে ব্রিজের মাঝখানের অংশ ভেঙ্গে পড়ে। এতে দুর্ভোগে পড়ে এলাকার ২০ হাজার মানুষ। ভেঙ্গে যাওয়ার পর তিন বছর পেরিয়ে গেলেও সংস্কারের কোন উদ্যোগ নেয়া হয়নি। রবিবার দেখা গেছে, আয়রন ব্রিজের মাঝখানের অংশ ভাঙ্গা পড়ে আছে। স্থানীয় লোকজন ও যানবাহন ভাঙ্গা অংশে কাঠের পাটাতন দিয়ে পারাপার হচ্ছে। প্রাইমারী, মাধ্যমিক ও কলেজের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার হয়। ব্রিজের আরেক অংশ দেবে গেছে।
×