ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইস্কাটন ও ডেমরায় শিশুসহ দুজনের আত্মহত্যা

প্রকাশিত: ০৫:৪৭, ১৭ জুলাই ২০১৭

ইস্কাটন ও ডেমরায় শিশুসহ দুজনের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ইস্কাটন ও ডেমরায় এক শিশুসহ দুজন আত্মহত্যা করেছে। সিঁড়ি থেকে পড়ে গিয়ে ডেমরায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দারুস সালাম মাজার রোডে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারী গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া মুগদা এলাকায় ছিনতাইকারীরা এক পথচারীকে ছুরিকাঘাত নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে। রবিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রমনার ইস্কাটনের বিয়াম স্কুল গলির একটি বাড়িতে নূর উদ্দিন (১০) নামে এক শিশু আত্মহত্যা করেছে। রবিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের বাবা জানান, শনিবার কাজে না গিয়ে ছেলে নূর উদ্দিন বাসায় ছিল। বারবার তাকে কাজে যেতে বলা হলেও সে কাজে যায়নি। এ কারণে রাত ৮টার দিকে তার মা তাকে গালমন্দ করেন। এতে অভিমান করে ছেলে নূর উদ্দিন তার রুমে ঢুকে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। পরে ছোট মেয়ে ডাকাডাকি ও চিৎকারে বাবাসহ অন্যরা দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে। পরে সেখান থেকে নামিয়ে তাকে দ্রুত ঢাকা মেডিক্যালে হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তার মৃত্যু হয়। রমনা থানার ওসি মশিউর রহমান জানান, নূর উদ্দিন বাংলামোটর এলাকার একটি গ্যারেজে কাজ করত। মায়ের সঙ্গে অভিমান শিশু নূর উদ্দিন আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এদিকে ডেমরায় পৃর্থক ঘটনায় এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রবিবার সকালে ডেমরার সারুলিয়ার বক্সনগরের নির্মাণাধীন ভবনের দেয়ালে পানি দেয়ার সময় পা পিছলে পড়ে গিয়ে আব্দুল হক (৪৫) নামে এক ব্যক্তির মারা গেছেন। নিহতদের আত্মীয়স্বজন জানান, সকালে ভবনের দেয়ালে পানি দেয়ার সময় পা পিছলে সিঁড়ি নিচে পড়ে যান আব্দুল হক। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমপ্রাপ্ত হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। এছাড়া একই সময়ে পারিবারিক অশান্তিতে কীটনাশক পান করে আসমা বেগম (৪৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন। নিহতের ছেলে ফারুক জানান, তাদের বাসা ডেমরা স্টাফ কোয়ার্টারে। তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে মা কীটনাশক পান করেন। পরে টের পেয়ে মাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে ফারুক জানান, শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে বাবার সঙ্গে মায়ের ঝগড়া হয়। এ কারণেই মা কীটনাশক পান করেছে বলে ধারণা করা হচ্ছে। সড়ক দুঘর্টনায় নারী গামের্ন্টস শ্রমিকের মৃত্যু দারুস সালাম মাজার রোডে যাত্রীবাহী বাসের ধাক্কায় শারমিন আক্তার জেসমিন (২১) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। তিনি গাবতলী গুইদারটেক এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। তার বাবার নাম মৃত সাইদুর রহমান। গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদর জেলার জসুদল গ্রামে। দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) শ্রীধাম হাওলাদার জানান, রবিবার সকালে শারমিন বাসা থেকে গার্মেন্টসে যাওয়ার উদ্দেশে বের হন। পরে তিনি মাজার রোডে রাস্তার পার হচ্ছিলেন। এ সময় যাত্রীবাহী ইতিহাস গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। বিকেলে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ছিনতাই মুগদা এলাকায় ছিনতাইকারীরা আনোয়ার হোসেন (৩০) নামে এক পথচারীকে ছুরিকাঘাত করে সাত হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতের মামাতো ভাই রুবেল জানান, মতিঝিল দিলকুশা একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করেন আনোয়ার। তিনি জানান, রাত্রিকালীন ডিউটি শেষ করে রবিবার ভোর সাড়ে ৫টার দিকে বাসায় ফিরছিলেন আনোয়ার। পথিমধ্যে দক্ষিণ মুগদার টিটিপাড়া রেলগেট এলাকায় পৌঁছলে ৩ ছিনতাইকারী তাকে গতিরোধ করে পায়ে ছুরিকাঘাত করে সাত হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে যায়। মিরপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড স্টাফ রিপোর্টার জানান, রাজধানীর মিরপুরে ঝুটের গুদামে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। রবিবার বিকেল ৩টার দিকে ওই ঝুটের গুদামে আগুন লাগার পর তা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। আগুনে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।
×