ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নারদ নদ রক্ষার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৫:৪৩, ১৭ জুলাই ২০১৭

নারদ নদ রক্ষার দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা নাটোর, ১৬ জুলাই ॥ আগামী সাতদিনের মধ্যে নাটোরের ঐতিহ্যবাহী নারদ নদ উদ্ধারে জেলা প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেয়ার জোর দাবি জানিয়েছেন সচেতন নাগরিক কমিটি (সনাক)। অন্যথায় জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও এবং হাইকোর্টের আদেশ অমান্য করার অভিযোগ এনে জেলা প্রশাসনের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে নেতৃবৃন্দ। নারদ নদ উদ্ধারে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে রবিবার সংগঠনটির আয়োজনে নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে নেতৃবৃন্দ এসব হুঁশিয়ারি উচ্চারণ করেন। এসময় মানববন্ধনে বক্তব্য দেন, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, সচেতন নাগরিক কমিটি জেলা শাখার সভাপতি রেজাউল করিম রেজা প্রমুখ। মানববন্ধন কর্মসূচী পরিচালনা করেন আলী আকমল বাপ্পী।
×