ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে হত্যার দায়ে একজনের মৃত্যুদ-, অপরজনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৫:৪৩, ১৭ জুলাই ২০১৭

রাজশাহীতে হত্যার দায়ে একজনের মৃত্যুদ-, অপরজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর কোর্ট মোল্লাপাড়া এলাকার চাঞ্চল্যকর আল-আমিন হত্যা মামলায় একজনের মৃত্যুদ- দেয়া হয়েছে। একই মামলার অপর আসামিকে যাবজ্জীবন কারাদ- দেয়া হয়েছে। এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে জরিমানা করা হয়েছে ২০ হাজার টাকা। রবিবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরিন কবিতা আকতার এক আদালতে এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের কারাগারে নিয়ে যায় পুলিশ। মৃত্যুদ-প্রাপ্ত আসামির নাম আবদুল মালেক ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির নাম জাহাঙ্গীর হোসেন। উল্লেখ্য, ২০১৩ সালের ৫ আগস্ট রাত সোয়া ৯টার দিকে আল-আমিনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় আল-আমিনের বাবা আব্দুল ওহাব বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা করে।
×