ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ত্রাণ বিতরণে অনিয়ম বরদাস্ত করা হবে না ॥ মায়া

প্রকাশিত: ০৫:৪২, ১৭ জুলাই ২০১৭

ত্রাণ বিতরণে অনিয়ম বরদাস্ত করা হবে না ॥ মায়া

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৬ জুলাই ॥ দুর্যোগ মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি এবং বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুদ রয়েছে। সুতরাং ত্রাণ বিতরণে কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। ইনশাল্লাহ বন্যার্ত একটি মানুষও না খেয়ে মারা যাবে না। গাইবান্ধা জেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ তৎপরতা পর্যবেক্ষণ করতে এসে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বিক্রম মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এসব কথা বলেন। জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রিয়াজ আহমেদ প্রমুখ। ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আরও বলেন, গাইবান্ধার বন্যাকবলিত মানুষের উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকারের সময়কালে যখনই দেশে বড় কোন দুর্যোগ দেখা দিয়েছে, তখনই সরকার অত্যন্ত সাফল্যের সঙ্গে দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছে। বন্যার্তদের পাশে দাঁড়াতে তিনি জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় আওয়ামী দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান। পরে সভা শেষে মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ফুলছড়ি উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং ত্রাণ বিতরণ করেন।
×