ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যৌতুকলোভী পুলিশের এসআই শাহীনের বিরুদ্ধে চার্জশীট

প্রকাশিত: ০৫:৩৫, ১৭ জুলাই ২০১৭

যৌতুকলোভী পুলিশের এসআই শাহীনের বিরুদ্ধে চার্জশীট

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৬ জুলাই ॥ মেধাবী কলেজছাত্রী গৃহবধূ আশরাফুন্নাহার লোপাকে নির্যাতনের চাঞ্চল্যকর মামলায় কেবল প্রধান আসামি যৌতুকলোভী স্বামী ডিএমপির এসআই শাহীনুল ইসলাম শাহীনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। রবিবার দুপুরে নানা নাটকীয়তা ও লুকোচুরির আশ্রয়ে অভিযোগপত্র দাখিল ও কোর্ট পুলিশের দফতরে গ্রহণের বিষয়টি আদালত থেকে নিশ্চিত হওয়া যায়। অভিযোগপত্রে মামলার অপর পাঁচ সহযোগী আসামি এসআই শাহীনের ভগ্নিপতি আব্দুল মান্নান, মা ছাহেরা বেগম, বোন মনোয়ারা বেগম এবং দুই ভাবি মেরিন আক্তার ও নার্গিস বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ার কথা উল্লেখ করে তাদের অব্যাহতির আবেদন জানিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই আকতারুজ্জামান। অন্যদিকে, প্রধান আসামি ব্যতীত সহযোগী অপর পাঁচ আসামিকে বাদ দেয়ার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে নির্যাতিতা লোপার পরিবার, মানবাধিকার কমিশন, মহিলা পরিষদ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। জানা যায়, তদন্তে নানা নাটকীয়তার পরও ১০ জুলাই বাদীপক্ষকে না জানিয়ে লুকোচুরি ও গোপনীয়তার আশ্রয়ে শ্রীবরদী জিআর আমলী আদালতে দাখিলের উদ্দেশ্যে কোর্ট পুলিশের দফতরে অভিযোগপত্র দাখিল করা হয়। কিন্তু বৃহস্পতিবার দুপুরে প্রধান আসামি এসআই শাহীনের আত্মসমর্পণের প্রেক্ষিতে জামিনের বিষয়ে শুনানিকালে অভিযোগপত্র নথিতে শামিল করা হয়নি। পরে ওই দিন বিকেলে তা নথিতে শামিল করা হলেও রহস্যজনক কারণে তা গোপন রাখা হয়। অভিযোগ উঠেছে, কোর্ট পুলিশের পরিদর্শক বদিউজ্জামান অভিযোগপত্র গ্রহণের পরপরই তা নথিতে না দিয়ে নিজের হেফাজতে রেখে দিয়েছিলেন এবং তার কথাতেই গোপনীয়তা রক্ষা করা হয়েছে। সেই সঙ্গে মামলার পরবর্তী ধার্য তারিখের আগেই তা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে পাঠানোর জন্যও চালানো হয়েছে বিশেষ তোড়জোড়। রবিবার বিকেলে অভিযোগ অস্বীকার করে কোর্ট পরিদর্শক বদিউজ্জামান বলেন, অভিযোগপত্র ১০ জুলাই হাতে পেলেও সংশ্লিষ্ট জিআরও’র অনভিজ্ঞতার কারণে তা নথিতে শামিল হয়নি। এখন অভিযোগপত্র মূল নথিতে শামিল হয়েছে এবং তা পরবর্তী কার্যক্রমের জন্য ধার্য তারিখেই বদলি হবে।
×