ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুকুরে চালায় ঘোড়া

প্রকাশিত: ০৫:৩০, ১৭ জুলাই ২০১৭

কুকুরে চালায় ঘোড়া

কুকুর আবার ঘোড়া চালাতে পারে নাকি? এই প্রশ্নের উত্তরে অনেকেই থতমত খেয়ে যাবে। তবে এবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি ল্যাব্রাডার কুকুর ঘোড়া চালিয়ে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে। একজন মানুষ যেমন ঘোড়ার পিঠে চড়ে ঘোড়া চালায় মেইজি নামের ১০ বছর বয়সী ল্যাব্রাডারটিও তেমনটি করে দেখিয়েছে। এ সময় মেইজির শরীরে বিশেষ ধরনের পোশাক ছিল। কুকুরটি মুখে ঘোড়ার লাগাম ধরে এটি পরিচালনা করেছে। আবার ঘোড়াটিও মেইজির কমান্ড মতো দৌড়িয়েছে। মুখে লাগাম থাকলেও মেইজি তার পা দিয়ে ঘোড়ার পিঠে আঘাত করেছে। সম্প্রতি ঘটে যাওয়া এই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ক্যাথিরান রিকম্যান নামের এক ব্যক্তি। ভিডিওটি অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যে অন্তত এক মিলিয়ন লোক ভিডিওটি দেখে। এখন পর্যন্ত কয়েক কোটি লোক ভিডিওটি দেখে এতে মন্তব্য করেছেন। অনেকে মেইজির ঘোড়া চালানোর দক্ষতার ভূয়সী প্রশংসা করেছেন। অনেকে মেইজিকে যোদ্ধা কুকুর বলে আখ্যা দিয়েছেন। একজন বলেছেন, কুকুরকে যদি ভালোমতো প্রশিক্ষণ দেয়া যায় তবে এটি ঘোড়ায় চড়ে অনেক দুর্গম এলাকায় নানা তথ্য আদান প্রদান করতে পারে। ইউপিআই অবলম্বনে।
×