ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচন কমিশন বাস্তবসম্মত রোডম্যাপ প্রকাশ করেছে ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:২৯, ১৭ জুলাই ২০১৭

নির্বাচন কমিশন বাস্তবসম্মত রোডম্যাপ প্রকাশ করেছে ॥ তোফায়েল

অর্থনৈতিক রিপোর্টার ॥ নির্বাচন কমিশন (ইসি) বাস্তবসম্মত ও ভাল রোডম্যাপ প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, এই রোডম্যাপ গ্রহণ করে সব দলের এখন নির্বাচনের প্রস্তুতি নেয়া উচিত। রবিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। বিএনপির সহায়ক সরকারের দাবি প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, কারও অযৌক্তিক ও অসাংবিধানিক দাবি মেনে নেয়া হবে না। বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। তিনি বলেন, যদি কেউ সংবিধান পরিপন্থী প্রস্তাব করে সেটা গ্রহণযোগ্য হবে না। নির্বাচনকালে সহায়ক সরকার না হলে বিএনপি নির্বাচন করবে কি না সেটা তাদের বিষয়। ২০১৪ সালে তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি। তারপরও আমরা আমাদের ৫ বছর পূর্ণ করতে যাচ্ছি। তবে আশা করি, নির্বাচনে না আসার মতো ভুল বিএনপি আর করবে না। বাণিজ্যমন্ত্রী বলেন, পৃথিবীর ইতিহাসে নির্বাচনকালীন সহায়ক সরকার বলে কোন শব্দ নেই। কোন দেশের সংবিধানেও নেই, বাংলাদেশের সংবিধানেও নেই। ক্ষমতাসীন দলের অধীনেই নির্বাচনের কথা বাংলাদেশের সংবিধানে আছে। নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ সব দেশেই এমনটি হয়। এর আগে রবিবার সকালে ইসি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কর্মপরিকল্পনা শীর্ষক রোডম্যাপ উন্মোচন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেন, একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর লেভেল প্লেয়িং ফিল্ড বা সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টির পদক্ষেপ নেবে ইসি।
×