ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাচন স্থগিতের নির্দেশ

প্রকাশিত: ০৪:১৬, ১৭ জুলাই ২০১৭

এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাচন স্থগিতের নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ন্যাশনাল ক্রেডিট এ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি ব্যাংক) পরিচালনা পর্ষদের নির্বাচন স্থগিতকরণের ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট আহসানুল করিম। সঙ্গে ছিলেন আইনজীবী ফারজানা খান। এর আগে ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ওই ব্যাংকের পরিচালক হারুন অর রশিদ। সেই রিট আবেদনের ওপর শুনানি নিয়ে আদালত নির্বাচন স্থগিতের ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেন। তবে ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে কোন বাধা নেই বলে জানান আইনজীবী। আজ সোমবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে। যমুনা অয়েলের এমডিকে প্রত্যাহার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়েরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) পরিচালক (বিপণন) মোঃ আলী রেজাকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে যমুনার এমডির দায়িত্ব প্রদান করা হয়েছে। বিপিসি সূত্রে জানা যায়, রবিবার এক আদেশে যমুনার ব্যবস্থাপনা পরিচালককে প্রত্যাহার করে বিপিসির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। কোম্পানির শীর্ষ এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা ৫টি মামলা তদন্তাধীন রয়েছে। এর মধ্যে সর্বশেষ গত বছরের ৬ এপ্রিল দুটি উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগে সিএমপির সদরঘাট থানায় দুটি মামলা দায়ের করে দুদক। মামলার বাদী দুদক প্রধান কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ সিরাজুল হক। মামলায় কোম্পানির দুটি উন্নয়ন কাজের প্রায় ৩ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। প্রসঙ্গত, যমুনার এমডি আবুল খায়ের এর আগে পদ্মা অয়েল কোম্পানির এমডি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। সুষ্ঠুভাবে মামলার তদন্তের সুবিধার্থে তাকে প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে জানিয়েছে বিপিসি সূত্র।
×